INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ গেল সিএনজি চালকের

সখীপুরে ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ গেল সিএনজি চালকের

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় হারুন(৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এসময় আরো ২ সিএনজি চালককে আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

জানা যায়, ২৫জুন (রবিবার) ভোর সাড়ে ৫টার দিকে সখীপুর মোখতার ফোয়ারা চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন উপজেলার নলুয়া গ্রামের ছোমেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোখতার ফোয়ারা চত্বরে সিএনজি চালকরা যাত্রী ডাকাডাকি করছিলো। এমন সময় হঠাৎ সাগরদিঘীগামী দ্রুত গতির একটি ট্রাক মোখতার ফোয়ারা চত্বরে দাড়িয়ে থাকা সিএনজি চালক হারুনকে চাপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এসময় চত্বরে থাকা অন্যান্য চালক এবং জনতা ঘাতক ট্রাকটি ড্রাইভারসহ আটক করে সখীপুর থানা পুলিশের নিকট সোপর্দ করে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।