শনিবার(১১ অক্টোবর) শনিবার রাত ১০টার দিকে পৌর শহরের শালগ্রামপুর রোডের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীবের ছেলে স্বাধীন(৩১),
সাভার উপজেলার আলম নগরের আবুলের মেয়ে আরোহী(১৯), সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড(গড়গোবিন্দপুর) সানোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ জুয়েল(২৭), একই ওয়ার্ডের আব্দুল লতিফের ছেলে মোঃ আসিফ(১৯),উপজেলার প্রতিমাবংকি গ্রামের মো.ইব্রাহীমের ছেলে মো.পারভেজ হোসেন(২২)।
এদেরকে রবিবার সকালে সখীপুর থানা পুলিশ টাঙ্গাইল আদালতে প্রেরণ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সখীপুর থানা পুলিশের একটি টিম শালগ্রামপুর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং তাদের সাথে থাকা মোবাইলসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
