INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে ৪৭ পিস ইয়াবাসহ যুবক আটক

সখীপুরে ৪৭ পিস ইয়াবাসহ যুবক আটক

সখীপুরে ৪৭ পিস ইয়াবাসহ লাবীব বিন বিল্লাল (২০) নামের এক যুবককে আটক করেছে আর্ম পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন)। 

শুক্রবার বিকেলে সখীপুর পৌরশহরের জেলখানামোড় এলাকার কুঁড়েঘর কফি হাউস থেকে তাকে আটক করে সন্ধ্যার দিকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। লাবীব কালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের ছেলে। এ ঘটনায় সখীপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আর্ম পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন) এর এস.আই মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ পিস ইয়াবাসহ ওই যুবককে আটক করে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।