INFO Breaking
Live
wb_sunny

Breaking News

মির্জাপুরে নৌকা ডুবে ৩ বরযাত্রীর মৃত্যু 

মির্জাপুরে নৌকা ডুবে ৩ বরযাত্রীর মৃত্যু 

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবিতে তিন বর যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৭ জুলাই) বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া বিলে এই দুর্ঘটনা ঘটে।

তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বরের বড় ভাই উপজেলার মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে রিপন (৪০), বরের ভাতিজী একই গ্রামের কহিনুরের শিশু কন্যা স্নেহা (৮) এবং হাড়িয়া গ্রামের সেলিমের ছেলে আসিফ (২০)।
জানা গেছে, বৃহস্পতিবার ছিল তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপার সাথে মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে টুটুল চৌধুরীর বিয়ের দিন। দুপুরে মাইক্রোবাস যোগে বরযাত্রী কনের বাড়িতে পৌছে। দুপুরের খাবার শেষে বিকেলে বরের বাড়ীর কয়েকজন সদস্য তরফপুর থেকে নৌকা যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। 

সামনেই একটি বিশালাকার সাপ দেখে মহিলারা চিৎকার করতে থাকলে হুরুহুরি লেগে নৌকা ডুবে যায়। এই ঘটনায় বরের বড় ভাই, চাচাতো ভাইয়ের মেয়েসহ তিনজনের মৃত্যু হয়।ঘটনার পর কনেকে রেখেই বরযাত্রী বাড়ি ফিরে।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, বিষয়টি জেনেছি। সন্ধ্যা হয়ে যাওয়ায় ডুবুরি দল যেতে পারেনি। শুক্রবার সকালে তারা ঘটনাস্থলে কাজ করবেন।