বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, বর-কনেসহ আহত ১২

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, বর-কনেসহ আহত ১২

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে বরযাত্রী বেশি আসা এবং পানি চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর-কনেসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের কাঞ্চনিবাজার এলাকার মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।


বর ও কনের স্বজনরা জানান, চর রুহিতা ইউনিয়নের কাঞ্চনিবাজার এলাকার মাঝি বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের সঙ্গে চর রুহিতা গ্রামের হাওলাদার বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে কামাল হোসেনের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়। শুক্রবার বরযাত্রীরা কনের বাড়িতে যায়। ১৩০ জন বরযাত্রীর যাওয়ার কথা থাকলেও কনে পক্ষ দাবি করেন অনেক বেশি মেহমান এসেছেন। ফলে ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে।

এর মধ্যে বরের ভগ্নিপতি নাসিরকে পানি দিতে দেরি হলে বরযাত্রীগন ক্ষিপ্ত হয়ে চেয়ার টেবিল ভাঙচুর শুরু করেন। এতে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তাদের মানাতে গিয়ে বর কামাল হোসেন, কনে রুমা আক্তার, বরের ভগ্নিপতি জহির হোসেন, কনের নানা আনায়ারুল্লাহ, মামা খোরশেদ, মামা স্বপন, প্রতীবেশি রাসেল, ইমন, ও বরের আত্মীয় রাসেল, পারভীনসহ ১২জন আহত হন। 

এদের মধ্যে রাসেল, জহির, পারভীন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর মডেল থানার উপপরিদর্শক আবদুল হান্নান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আমরা বিয়ে বাড়ি পরিদর্শন করেছি। তৃতীয় দফা খাওয়া শেষে চতুর্থ দফার সময় পানি দিতে দেরি হওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর ও কনের বাবাসহ উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে । উভয় পক্ষ স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করার আশ্বাস দিয়েছেন ।

শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহি গ্রেফতার

বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহি গ্রেফতার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি মিডিয়া-ডিবি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি ওমরা পালন করতে স্বামীর সঙ্গে সৌদি আরব যায় চিত্রনায়িকা মাহিয়া মাহি।সেখান থেকে দেশে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার স্বামী রকিব সরকার পলাতক রয়েছে।
 
এর আগে শুক্রবার (১৮ মার্চ) রাতে মারধর, চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় দুইটি মামলা দায়ের করা হয়।মারধর, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে তাদেরকে সহ ২৮জনকে আসামি করে স্থানীয় ইসমাইল হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এছাড়া বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিয়া তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সম্প্রতি ওমরাহ পালন করতে স্বামীর সঙ্গে সৌদি আরব যায় মাহিয়া মাহি। শুক্রবার (১৭ মার্চ) সকালে ফেসবুক লাইভে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাংচুরের অভিযোগ করেন তিনি। মাহি ফেসবুক লাইভে বলেন, তার স্বামীর গাড়ির শোরুম সনিরাজ কার প্যালেস এর গেট ভেঙ্গে ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে হামলা ও ভাংচুর করা হয়েছে। এছাড়াও গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে মাহি।এর আগে মাহি ফেসবুক লাইভ করার পর স্থানীয় ইসমাইল হোসেন সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলেন, রকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শো-রুম করেছে। সরকারের বিভিন্ন দপ্তরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন, বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করা হয়। শুক্রবার ভোর রাতে রকিব সরকারের লোকজন ওই শো-রুমে নতুন কিছু গাড়ী উঠাতে থাকে।

খবর পেয়ে আমিসহ (ইসমাইল) কয়েকজন সেখানে হাজির যাই। এ সময় রকিব সরকারের লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা নিজেরা শো-রুম ভাঙচুর করেছে। জমি ছেড়ে দেয়ার শর্তে রকিব সরকার আমার কাছে এক কোটি টাকা দাবি করে।গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান,সামাজিকমাধ্যম ফেসবুকে মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, শুক্রবার ভোরে তাদের গাড়ির শোরুমে হামলার ঘটনা শুনে দ্রুত পুলিশ পাঠানো হয়। পুলিশ সেখানে পৌঁছার আগে সেখান থেকে সবাই পালিয়ে যায়। এই ঘটনায় ইসমাইল হোসেনসহ তার কয়েকজন লোক আহত হয়। পরে শুক্রবার রাতে ইসমাইল হোসেন বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন।

রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

কণ্ঠশিল্পী আকবর আর নেই

কণ্ঠশিল্পী আকবর আর নেই

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’খ্যাত গায়ক আকবর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

বিষয়টি নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।কান্নাজড়িত কণ্ঠে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ‘আমার আর কিছু করার নেই। আমাকে ফাঁকি দিয়ে পাখি উড়াল দিয়েছে। আমি তাকে আর ধরে রাখতে পারিনি।’

এর আগে আকবরের ফেসবুকে পোস্ট করেছেন তার মেয়ে অথৈ। লিখেছেন, ‘আব্বু আর নেই।’ আকবরের মৃত্যুর খবরে শোকে ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন আকবর।

শনিবার, ৫ নভেম্বর, ২০২২

নতুন করে সাড়া ফেলছেএস রুহুলের মৌলিক গান ‘তালা’

নতুন করে সাড়া ফেলছেএস রুহুলের মৌলিক গান ‘তালা’

জুয়েল রানা: সব দরজায় তালা আমার/সব দরজায় তালা/আমায় দেখলে সবাই কেমন/মুখটা করে কালা/আমি নাকি মানুষ ভালোনা। এস রুহুলের তালা শিরোনামের মিউজিক ভিডিও প্রকাশের পর পরই গানটি দর্শক শ্রোতাদের মন জয় করে নিয়েছে। 

এস রুহুল গানের ভুবনে পরিচিত মুখ। ফোক গান দিয়েই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তালা গানটির মধ্যে দিয়ে দর্শক এস রুহুলকে নতুন করে চিনল। বেশ কিছুদিন আগে প্রকাশিত এই গানটি এখন গানপাগল মানুষের মুখে মুখে। গানটি প্রকাশিত পেইজ ইতিমধ্যে ২০০ অধিক শেয়ার হয়েছে। ভক্তরা এই গানটি খালি গলায় গেয়ে শিল্পীর ফেইজবুক ম্যাসেনজারে ও হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে। 

শ্রোতানন্দিত গানগুলোর সৃষ্টির পেছনের গল্প যেমন অতুলনীয় তেমনই হৃদয়ঘনিষ্ট। প্রসেনজিৎ ওঝার কথায় তালা গানটি সুর করেছেন এস রুহুল নিজেই। শোভন রায়ের সংগীতায়োজনে এক অনবদ্য সৃষ্টি। গানটি গেয়ে প্রশংসায় ভাসছে এস রুহুল। 

গানটির ভিডিও স্ক্রিনপ্লেতে মডেল হয়েছেন শ্রাবন্তী সেলিনা ও শিল্পী নিজেই। মিউজিক ভিডিওটি ইউটিউব চ্যানেল স্টুডিও প্রোটিউনবিডি থেকে প্রকাশিত হয়েছে। 

এ সময়ের তরুণদের আইকন জনপ্রিয় সুরকার ও শিল্পী এস রুহুল বলেন, নিয়মিত মৌলিক গান প্রকাশ করে যাচ্ছি। আগের গান গুলোর চেয়ে এই গানটি একটু ভিন্ন। আমার সকল কাজ আমি যত্ন নিয়ে করি। আমার বিশ্বাস ছিলো গানটি দর্শক-শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে। গানটি নিয়ে যেভাবে সাড়া পাচ্ছি, আমি সত্যি মুগ্ধ। অনেক দিন পরে হলেও গান পিপাসুদের মনের মতো একটি গান উপহার দিতে পেরেছি। 

তিনি আরও বলেন, গানটি শ্রোতারা শুনতে পারবেন জিপি মিউজিক, বাংলালিংক ভাইব অ্যাপ, স্পটিফাই, ডিজার, বিলিভ মিউজিক, আমাজন প্রাইম মিউজিক ও অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে।

সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

মাসুম আজিজ মারা গেছেন

মাসুম আজিজ মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন। সোমবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসব তথ্য নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

ক্যানসারের পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন মাসুম আজিজ। ২০১৭ সালে তার হার্টে চারটি ব্লক ধরা পড়লে অস্ত্রোপচার করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার সকালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

গোলাম কুদ্দুছ জানান, মাসুম আজিজের মরদেহ স্কয়ার হাসপাতালে রাখা হবে। মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের জনগণ সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। তবে এখনো তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবেও পরিচিত মাসুম আজিজ। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ৪ শতাধিক নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া বেশ কিছু চলচ্চিত্র ও বিজ্ঞাপনে অভিনয় করে প্রশংসা কুড়ান।

‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মাসুম আজিজ। শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে একুশে পদক লাভ করেন তিনি।

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

ছেলেদের সঠিক সময়ে বিয়ে করানোর পরামর্শ দিলেন আসিফ

ছেলেদের সঠিক সময়ে বিয়ে করানোর পরামর্শ দিলেন আসিফ

চলতি মাসের ৩ তারিখে বড় ছেলে শাফকাত আসিফ রণের বিয়ে করিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। ছেলেকে বিয়ে করিয়ে আসিফ পরিবারে যেন আরও সুখ বেড়েছে। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন আসিফ।

এমনকি ওই পোস্টে ছেলেদের দ্রুত বিয়ে দেওয়া নিয়েও পরামর্শ দিয়েছেন এই গায়ক।

 এ ছাড়া নিজের বাল্যবিয়ের কথা জানিয়েছেন আসিফ।
মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যার ওই পোস্টে আসিফ লিখেন, ‘আমি বিয়ে করেছি উনিশ বছর তিন মাস বয়সে। বলা যায় বেগমের ভালবাসার প্রতি শ্রদ্ধা জানাতেই সেই প্রেশার কুকার গিলে ফেলা। জীবনের বাঁকে বাঁকে ঠোক্কর খেয়েও আমাদের সংসার টিকে আছে এবং কলেবর বাড়ছেই- আলহামদুলিল্লাহ।

আমার দুই ছেলের বয়স বাইশ হওয়া মাত্রই তাদের পিছনে আঠার মত লেগে আছি বিয়ে করানোর জন্য। তাই রণ’র সম্মতি পাওয়া মাত্রই আর কালক্ষেপণ করিনি। ছাব্বিশ বছরে আমাদের রণ এখন গর্বিত বিবাহিত পুরুষ।

জীবনকে খুব কাছে থেকে নিরীক্ষণ করার সৌভাগ্য হয়েছে আমার। পড়াশোনা শেষ, তারপর চাকরি পেলে ছেলের বিয়ে দেয়া মার্কা ফর্মুলায় আমি নেই। গ্রাজুয়েশনের পরপরই বিয়ে দেয়াটা আমার কাছে যৌক্তিক মনে হয়। এর একটু আগেও হতে পারে, তবে কোনভাবেই ছাব্বিশের পরে যাওয়া উচিত না। নতুন মুখ এলে এমনিতেই পরিবারে আনন্দ আসে, একঘেয়েমি কেটে যায়। 

ছেলে প্রতিষ্ঠিত হলে নিজের জায়গায় চলে যাবে, তার আগেই জীবনের যতটুকু নির্যাস নেয়া যায় সেটাই আনন্দ। দায়িত্বশীলতা আসে সন্তানের চিন্তাজগতে। পরিবার থেকে পাওয়া সহযোগিতাগুলো সে মনে রাখে, নিজের ব্যস্ত সময়ের মধ্যেও পরিবারের সদস্যদের আগলে রাখার চেষ্টা করে। ’

ওই পোস্টে তিনি আরও লিখেন, ‘সন্তানকে পারফেক্ট সময়ে বিয়ে করানো অভিভাবকদের দায়িত্ব। অজুহাত বাদ দিয়ে সাহস করে এগিয়ে এলে উপায়ও বেরিয়ে আসবে। যে ঝুঁকি নেয়না তার সুখী হওয়ারও কোন কারণ থাকা উচিত নয়। জীবনটা উপভোগের, ক্যালকুলেটর নয়। সংসারে বউ আসলে সময়গুলো রঙ্গিন হয়, মানিয়ে নেয়ার জন্য সময় পাওয়া যায়। আমি বাল্যবিয়ে করলেও রণ’র বিয়ে পারফেক্ট সময়েই হয়েছে, 

আর দুটো বছর আগে হলে আরো ভাল হতো। সন্তানদের ঘরমুখী এবং পরিবারের প্রতি দায়িত্বশীল হিসেবে তৈরি করতে সঠিক সময়ে বিয়ে করানো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সন্তানের বিয়ে নিয়ে এখনো ইতস্ততবোধে আছেন যারা, তারা দ্রুত সিদ্ধান্ত নিন। আমি একজন সফল সংসারী মানুষ, সেই এঙ্গেল থেকে ফ্রি টিপস দিলাম। স্মার্ট গার্ডিয়ান হউন, সঠিক কাজটি করুন। ’ ভালবাসা অবিরাম…

রবিবার, ৯ অক্টোবর, ২০২২

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী বাংলাদেশে

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী বাংলাদেশে

বাংলাদেশি তরুণ মামুন হোসেন ও ইন্দোনেশিয়ার তরুণী সিতি রাহাইউ। দুজনেই মালয়েশিয়ায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এ সুবাদে তাদের পরিচয় ও প্রেম। সেই প্রেমের টানেই বাংলাদেশে ছুটে এসেছেন সিতি।

শনিবার বিকালে মালয়েশিয়ার থেকে একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তারা দুজনই। সেখান থেকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামে মামুনদের বাড়িতে যান।

সিতি রাহাইউ ইন্দোনেশিয়ার বিনজাই শহরের ফুনুং কারাংয়ে বসবাসকারি মৃত জুমিরান ও রাতনারিং দম্পতির মেয়ে। তিনি মালয়েশিয়ার রাজধানীতে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। মামুন হোসেন রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের রফিক উল্লাহ ও সেতারা বেগমের ছেলে। তিনিও একই প্রতিষ্ঠানে চাকরি করেন।

জানা গেছে, প্রায় ৫ বছর আগে চাকরির সুবাদে সিতির সঙ্গে মামুনের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মামুন জানান, ২০১৭ সাল থেকে তাদের পরিচয় ও প্রেম করার পর বিয়ের জন্য সুদূর মালয়েশিয়া থেকে বাংলাদেশে পাড়ি জমান সিতি রাহাইউ। এক মাসের ছুটি নিয়ে এসেছেন তারা। ছুটি শেষে চলে যেতে হবে আবার মালয়েশিয়া। সিতি রাহাইউও বাংলাদেশে থাকার ব্যাপারে আগ্রহী। রোববার দুপুরে আদালতে তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়। 

মামুনের বাবা রফিক উল্লাহ জানান, এখানে আসার পর থেকে পরিবারের সবার সঙ্গে মিশে গেছে সিতি। সবাইকে আপন করে নিয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্বজন ও গ্রামের মানুষ ভিড় করছে পুত্রবধূকে দেখার জন্য।

সিতি যুগান্তর প্রতিনিধিকে জানান, মামুনের প্রতি গভীর ভালোবাসার টানে বাংলাদেশে এসেছেন। তিন লাখ টাকায় দেনমোহরে মামুনের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি এ দেশের মানুষের আতিথেয়তা ও ভালোবাসায় মুগ্ধ।

গত বছরের ৮ মার্চ বিকালে প্রেমের টানে বাংলাদেশে আসেন ফানিয়া আইঅপ্রেনিয়া নামে গচজ ইন্দোনেশিয়াব তরুণী। রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামেভ রাসেল আহমেদকে বিয়ে করেন। ফানিয়া ইন্দোনেশিয়ার দিপক এলাকার পাউদি হেলমি ও ফিসুনয়াদি ইসনা ওয়াপি দম্পতির মেয়ে। তিনি সেখানে একটি কল সেন্টারে চাকরি করেন। রাসেল আহমেদ রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের মো. মনির হোসেনের ছেলে। পেশায় গার্মেন্টস ব্যবসায়ী। ওই দম্পতি এখন সুখের সংসার করছেন ঢাকা শহরে।

বুধবার, ৫ অক্টোবর, ২০২২

টাঙ্গাইলে বিবাহবার্ষিকীতে দোয়া চাইলেন নাঈম-শাবনাজ

টাঙ্গাইলে বিবাহবার্ষিকীতে দোয়া চাইলেন নাঈম-শাবনাজ

ঢাকাই ছবির নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় জুটি ছিলেন নাঈম-শাবনাজ। চলচ্চিত্র নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে এই জুটির অভিষেক হয়। তারপর থেকে রুপালি পর্দায় দারুণ সাড়া ফেলে এই জুটি। নাঈম-শাবনাজ অভিনীত অধিকাংশ ছবিই ছিল ব্যবসাসফল।

রুপালি পর্দার এ জুটি বাস্তবেও জুটি বাঁধেন। তাদের প্রেম পূর্ণতা পায় বিয়ের মাধ্যমে। ১৯৯৪ সালের আজকের এই দিনে (৫ অক্টোবর) নাঈম-শাবনাজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ তারকা দম্পতির ২৮তম বিবাহবার্ষিকী আজ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘নাঈম-শাবনাজ’ নামের একটি পেজ রয়েছে এই তারকা দম্পতির।
 বুধবার (৫ অক্টোবর) দুপুরে সেখান তাদের বিয়ের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে দোয়া চেয়ে এই দম্পতি লেখেন, ‘আমরা দুজনে দুজনার হাত ধরে আরও অনেকটা পথ চলতে পারি এই দোয়া চাই। আল্লাহ আমাদের সবাইকে নেক হেদায়েত দান করুন। আমিন।’

নাঈম-শাবনাজ দম্পতি বর্তমানে চলচ্চিত্র ছেড়ে দূরে আছেন। নাঈম মনোযোগী তার ব্যবসা নিয়ে, শাবনাজ ব্যস্ত সংসার নিয়ে। তারা জুটি বেঁধে ২০টি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘জিদ’, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘বিষের বাঁশি’, ‘সোনিয়া’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’।

রবিবার, ২ অক্টোবর, ২০২২

তিন স্ত্রী নিয়ে সংসার করুক শাকিব, নয়তো দেশ ছাড়ুক: ডিপজল

তিন স্ত্রী নিয়ে সংসার করুক শাকিব, নয়তো দেশ ছাড়ুক: ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের এখন টক অব দ্য টাউন হলো শাকিব-বুবলী ও তাদের সন্তান। সম্প্রতি তাদের সন্তান বীরের ছবি প্রকাশ্যে আসতেই আলোচনার ঝড় ওঠে সিনে দুনিয়ায়। এ নিয়ে মন্তব্য করছেন তারকারাও। 

এবার মুখ খুললেন দেশের জনপ্রিয় খল অভিনেতা ডিপজল। গণমাধ্যমে তিনি বলেন, এসব বাজে চিন্তা বাদ দিয়ে তিন জনকেই সেটেল করে দিক শাকিব। নাহলে শাকিবের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।

শাকিবের সাথে শবনম বুবলী ও অপু বিশ্বাস ছাড়া জড়িয়েছে নায়িকা রাত্রির নামও। শোনা যাচ্ছে রাত্রির ঘরেও একটি সন্তান আছে শাকিবের। অপর দুই সন্তান জয় ও বীরকে মেনে নিলেও রাত্রির সন্তানকে কখনোই স্বীকৃতি দেননি অভিনেতা, এমন অভিযোগ করছেন অনেকেই।

এ প্রসঙ্গে অভিনেতা ডিপজল বলেন, ইসলামে তো চারটা বিয়ের বিধান আছে। শাকিব শুনছি ৩টা করেছে। বিয়ে করেছে তাতে কিছু আসে যায় না। তবে আমার মনে হয় তিনজনকেই শেলটার দেয়া উচিত। এটা নিয়ে আর কোনো বিতর্ক বা বাড়াবাড়ি যেনো না হয়।

ডিপজল বলেন, এসব বাজে লাইন, বাজে চিন্তা ফেলে সবাই নিয়ে ঘর সংসার করুক। ৩টা হোক ২টা হোক তাদের ফ্ল্যাট দিয়ে সেটআপ করা ভালো। না হলে শাকিব এই দেশ ছেড়ে চলে যাক। কারণ এ মেয়েগুলো কী করবে? একটা বাচ্চা পালন করা তো সহজ কথা নয়। একটা হাতি পালা ও একটা সন্তান পালা সমান।

তারকাদের এই ধরনের কর্মকাণ্ডই ঢাকাই চলচ্চিত্রের ক্ষতি করছে উল্লেখ করে ডিপজল বলেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেকটাই ডুবে গেছে। এদের কারণে আরও যাবে। যেহেতু নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, আমাদের বলার কিছু নেই। ইসলামে ৪টা বিয়ে করা অনুমতি আছে। সে যদি সবাইকে নিয়ে থাকতে পারে তাহলে থাকুক। কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যাতে আর না ডোবায়।