রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সখীপুরে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের সখীপুরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন।  এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে সোমবার সকালে ৩ জনের নামে সখীপুর থানায় মামলা করেছেন। পরে পুলিশ রফিকুল ইসলাম (৩৯) ও লিটন মিয়া (৪০) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে। রফিকুল গড়গোবিন্দপুর এলাকার মৃত বুজরত আলী ছেলে এবং লিটন মিয়া বড় মৌশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।


জানা যায়, ওই গৃহবধূ (৩০) ঘটনার দিন সন্ধ্যায় শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে ধর্ষকদের সাথে দেখা হয়। ওই গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তারা উপজেলার বড় মৌশা বাজারে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে।


ঘটনাটি গৃহবধূ তার পরিবারকে জানালে সোমবার সকালে থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে।


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৩ জনের নামে মামলা হয়েছে। পুলিশ খুব দ্রুত অভিযান চালিয়ে ২ ধর্ষককে গ্রেফতার করেছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরিক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। অন্যদিকে পলাতক বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership