সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দেওদিঘী এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি রাম দা, একটি কাটার ও একটি চাপাতি জব্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আব্দুল লতিফ খানের ছেলে বাবুল খান(২৯) এবং ফরিদপুর জেলার সালথা উপজেলার নূরু শেখের ছেলে রাজীব শেখ(৩৫)।
সখীপুর থানার এসআই নজরুল ইসলাম জানান, ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসহ একটি সংঘবদ্ধ চক্র উপজেলার দেওদিঘী এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতেই সহকারী উপপরিদর্শক আজিজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।
সোহেল রজত
সখীপুর প্রতিনিধি
০১৫১৮-৩০১২৮৯
২৪/০৬/২০২৩