খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

ইতিহাস গড়ে নিজের অষ্টম ব্যালন ডি অর জিতলেন মেসি

ইতিহাস গড়ে নিজের অষ্টম ব্যালন ডি অর জিতলেন মেসি

সপ্তম স্বর্গ ছাপিয়ে এবার অন্য উচ্চতায় লিওনেল মেসি। এই প্যারিসেই প্রথমবারের মত সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনেছিলেন। ইউরোপের পর্বটাও শেষ হয়েছিল এই সীন নদীর তীরের শহরেই। এক বছর পার না হতেই আবার প্যারিসে আর্জেন্টিনার মহাতারকা। 

জমকালো এক রাতে মেসি জিতলেন নিজের অষ্টম ব্যালন ডি অর। যে কীর্তিতে মেসি আগেই ছিলেন অনন্য, এবার সেটাকেই বাড়িয়ে নিলেন অনেকখানি! 

মঞ্চটা আগেই প্রস্তুত ছিল। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আগেই জানিয়েছিল এবারের বিজয়ী নির্ধারণে বছর নয়, আমলে নেওয়া হবে মৌসুম। এরপরই মূলত ব্যালন হয়ে যায় এক ঘোড়ার দৌড়! মাঝে আর্লিং হালান্ডের ট্রেবল জয় কিছুটা চ্যালেঞ্জ জানালেও শেষ পর্যন্ত পার্থক্য নির্ণয় করে দিয়েছে সেই বিশ্বকাপটাই। 

ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছেন মেসি। এমনকি নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়েও দারুণ শুরু করেছিলেন। 

এই ব্যালন জয়ের মাধ্যমে নিজের রেকর্ডকে আরও দূরে নিয়ে গিয়েছেন মেসি। বিশ্বমঞ্চে তার আবির্ভাবের আগে সবচেয়ে বেশি ব্যালন জয়ের রেকর্ড ছিল ৩ জনের। ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি এবং মার্কো ভ্যান বাস্তেন তিনজনেই পেয়েছেন ৩টি ব্যালন শিরোপা। ২০১২ সালেই তাদের ছাপিয়ে রেকর্ড চতুর্থ ব্যাল জেতেন মেসি। ২০০৯ থেকে টানা চার ব্যালন ডি অর গিয়েছিল মেসির হাতে। 

মাঝে পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বিতা ছিল মেসির। ২০১৫ সালে নিজের পঞ্চম ব্যালন ডি অর পান মেসি। ২০১৯ সালে রোনালদোকে ছাড়িয়ে নিজের ষষ্ঠ ব্যালন ডি অর জেতেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর ২০২১ সালে জেতেন সপ্তম ব্যালন ডি অর। আর ২০২৩ সালে নিজের অষ্টম ব্যালন জিতে নিজেকে তিনি নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। 

বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

প্রধানমন্ত্রীকে ব্রাজিলের জার্সি উপহার দিলেন রোনালদিনহো

প্রধানমন্ত্রীকে ব্রাজিলের জার্সি উপহার দিলেন রোনালদিনহো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় রোনালদিনহো। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দেন।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার বিকালে কলকাতা থেকে ঢাকায় আসেন রোনালদিনহো।

গণভবনে প্রধনমন্ত্রীর সাক্ষাৎ শেষে আবারও রেডিসনে ফিরছেন রোনালদিনহো। সেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ব্রাজিৃল ভক্ত তামিমের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।

এদিকে শোনা গেছে, বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাফুফে থেকে এখনো সে বিষয়ে কিছু বলা হয়নি।

রাজধানীর হোটেল রেডিসনে আয়োজকদের মূল অনুষ্ঠানে নির্বাচিত কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাধারণ দর্শকরা রোনালদিনহোকে দেখার সুযোগ পাবেন কি না, সেটাও পরিষ্কার করেননি আয়োজকরা। স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে রোনালদিনহোর সংবাদ সম্মেলনের জন্য।

বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

আর্জেন্টিনাকে ১০-০ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল

আর্জেন্টিনাকে ১০-০ গোলে বিধ্বস্ত করল ব্রাজিল

ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিল মানেই অন্যরকম এক দ্বৈরথ। ফুটসাল কিংবা বিচ সকারেও বাড়তি উত্তাপ ছড়ায় এ দুই দলের ম্যাচ। তবে চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে কোনো পাত্তাই পেলো না আর্জেন্টিনা।

গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) টুর্নামেন্টটির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের কাছে রীতিমতো পর্যুদস্ত হয়েছে আর্জেন্টিনা।তাদের জালে গুনে গুনে ১০ গোল দিয়েছে ব্রাজিল। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে শেষ চারে উঠে গেছে ব্রাজিল।

১০ দলের এই টুর্নামেন্টে একই গ্রুপে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ব্রাজিল নিজেদের গ্রুপপর্বের চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে।অন্যদিকে, কেবল একটিতে জিততে পেরেছে আর্জেন্টিনা। যার ফলে গ্রুপ পর্বেই ছিটকে গেছে তারা।
ব্রাজিল ছাড়াও সেমিফাইনাল নিশ্চিত করেছে চিলি, প্যারাগুয়ে এবং কলম্বিয়া। শেষ চারে সেলেসাওদের প্রতিপক্ষ চিলি আর অপর সেমিফাইনালে মুখোমুখি লড়াইয়ে নামবে কলম্বিয়া ও প্যারাগুয়ে।

গত ৫ আগস্ট চিলিতে পর্দা উঠেছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের। আগামী ১৩ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে আসরের সমাপ্তি হবে

বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

ব্রাজিলকে তিনে নামিয়ে শীর্ষে আর্জেন্টিনা

ব্রাজিলকে তিনে নামিয়ে শীর্ষে আর্জেন্টিনা

মার্চে ফিফা উইন্ডো শেষেই নিশ্চিত হয় র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসতে যাচ্ছে আর্জেন্টিনা। হলোও তাই। আজ ফিফা তাদের র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। যেখানে শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। আর শীর্ষে থাকা ব্রাজিল নেমে গেছে তিনে। ফ্রান্স এই সুযোগে উঠে এসেছে দুইয়ে।

গত ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জয়ের পরও র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করতে পারেনি আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পরেও দলটিই ছিল শীর্ষে। তবে মার্চে ফিফা প্রীতি ম্যাচে মরক্কোর কাছে হারে ব্রাজিল। অপরদিকে, পানামা ও কুরাসাওকে হারায় আর্জেন্টিনা। ফলে দীর্ঘ ৬ বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করলো মেসিরাপানামার বিপক্ষে ২-০ এবং কুরাসাওয়ের বিপক্ষে ৭-০ গোলের জয়ে আর্জেন্টিনার ২ দশমিক ৫৫ রেটিং পয়েন্ট বেড়ে মোট পয়েন্ট হয়েছে ১৮৪০ দশমিক ৯৩ পয়েন্ট। ব্রাজিলের রেটিং পয়েন্ট কমেছে ৬ দশমিক ৫৬। নেইমারদের বর্তমান পয়েন্ট ১৮৩৪ দশমিক ২১। আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ খোয়ালেও ফ্রান্সের রেটিং পয়েন্ট বেড়েছে ১৫ দশমিক ৬। ফরাসিদের মোট রেটিং পয়েন্ট ১৮৩৮ দশমিক ৪৫ পয়েন্ট।

র‍্যাঙ্কিংয়ের সেরা দশে আসেনি আর কোনো পরিবর্তন। চারে বেলজিয়াম, পাঁচে রয়েছে ইংল্যান্ড। এরপরের স্থানগুলো যথাক্রমে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেনের। কাতারে চমক দেখানো মরক্কোর রেটিং পয়েন্ট বাড়লেও তারা আছে ১১তম স্থানেই।মার্চে সেশেলসের বিপক্ষে এক জয়, এক হারের পরও অবনমন হয়নি বাংলাদেশের। র‍্যাঙ্কিংয়ের ১৯২তম স্থানেই আছে জামাল ভূঁইয়ারা।

মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

মেসির হ্যাটট্রিকে, কুরাসাওয়ের জালে ৭ গোল দিল আর্জেন্টিনা

মেসির হ্যাটট্রিকে, কুরাসাওয়ের জালে ৭ গোল দিল আর্জেন্টিনা

লিওনেল মেসির শততম আন্তর্জাতিক গোলের দিনে আর্জেন্টিনা খেলল দানবীয় ফুটবল। তাদের বিপক্ষে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারল না কুরাসাও। 

দুই দলের শক্তির পার্থক্য স্পষ্ট হয়ে ফুটে উঠল মাঠের লড়াইয়ে। প্রথমার্ধেই হ্যাটট্রিক করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বড় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন মেসি।

বুধবার বাংলাদেশ সময় সকালে ঘরের মাঠে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। 

শনিবার, ২৫ মার্চ, ২০২৩

মরক্কোর কাছে ২-১ গোলের লজ্জার হার ব্রাজিলের

মরক্কোর কাছে ২-১ গোলের লজ্জার হার ব্রাজিলের

রোববার (২৬ মার্চ) তাঞ্জিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। মরক্কোর হয়ে গোল দুটি করেন সোফিয়ান বৌফল ও আব্দেল হামিদ সাবিরি। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ক্যাসেমিরো।

ইনজুরির কারণে দলে নেই নেইমার। কাতার বিশ্বকাপে স্ট্রাইকার হিসেবে খেলা রিচার্লিসনও নেই। গোলপোস্টের নিচে অ্যালিসন, রক্ষণভাগে থিয়াগো সিলভা, মার্কুইনিয়োসও নেই। এ এক নতুন ব্রাজিল এদিন মাঠে। জার্সি না দেখে যাদের চেনাই দায়!এদিন ব্রাজিলের হয়ে অভিষেক হলো রোনি, আন্দ্রে সান্তোস, ভিতর রোকে, রাফায়েল ভেইগা ও ইয়ুরি আলবার্তোর। পাঁচবারের চ্যাম্পিয়নদের দলে এদিন নতুনের ছড়াছড়ি। অন্যদিকে মরক্কো আস্থা রেখেছে কাতার বিশ্বকাপে খেলা দলটার ওপরেই।
নিজেদের মাঠে শুরুতে বলের দখল নিয়ে গুছিয়ে খেলতে থাকে মরক্কো। প্রথম কয়েক মিনিট ব্রাজিলিয়ানরা বলই পায়নি। আক্রমণেও শুরুতে মরক্কোই এগিয়ে ছিল। তবে ধীরে ধীরে বলের দখল বাড়ায় সেলেসাওরা।

বলের দখল নিলেও কাউন্টার অ্যাটাকে ত্রাস ছড়াচ্ছিল অ্যাটলাস লায়নরা। যারই প্রেক্ষিতে ২৭ মিনিটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ভড়কে দিয়ে গোল আদায় করে নেয় গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। এল খানৌসের পাস থেকে গোল করেন সোফিয়ান বৌফল।গোল খেলে সংবিত ফিরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। গুছিয়ে আক্রমণ শানাতে থাকে মরক্কোর রক্ষণে। কিন্তু জমাট রক্ষণ ভেঙে গোলরক্ষক বনুকে ফাঁকি দিতে ব্যর্থ ভিনিসিউস-রদ্রিগোরা। 

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই নিষ্প্রভ রদ্রিগো ও রোনিকে তুলে নেন ব্রাজিলের কোচ রইয়ান মানেজেস। অ্যান্টনি ও ভিতর রোকেকে নামিয়ে আক্রমণভাগের শক্তি বাড়ানোর চেষ্টা করেন তিনি। তাতে আক্রমণের ধার কিছুটা বাড়ে।৬৭ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান অধিনায়ক ক্যাসেমিরো। থিয়াগো সিলভার অবর্তমানে অধিনায়কের ভার পাওয়া ক্যাসেমিরো লুকাস পাকুয়েতার পাস থেকে গোলটি করেন। 

সমতায় ফিরে ম্যাচ জয়ের জন্য উঠে-পড়ে লাগে সেলেসাওরা। তবে অ্যাটলাস লায়নরাও ছেড়ে দেবার পাত্র নয়। বদলি খেলোয়াড় হিসেবে নামা আব্দেলহামিদ সাবিরি ৭৯ মিনিটে গোল করে মরক্কোকে ফের এগিয়ে দেন। 
শেষ দিকে অনেক চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মরক্কোর বিপক্ষে এটিই তাদের প্রথম হার। 

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশি ভক্তদের সালাম জানালেন রোনালদো

বাংলাদেশি ভক্তদের সালাম জানালেন রোনালদো

সাম্প্রতিক কালের সেরা ফুটবলারদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির অন্যতম প্রতিদ্বন্দ্বী এই তারকা ফুটবলার এখন সৌদি আরবে খেলেন। সুদূর ইউরোপ থেকে এশিয়া মহাদেশের একটি দেশে খেলেন, তারপরেও কি বাংলাদেশকে চিনতেন? 

এ দেশে কোটি ভক্ত রয়েছে রোনালদোর। সেই রোনালদো বাংলাদেশকে চেনেন কি না সে প্রশ্ন ভক্তদের মনে উঁকি দিয়ে যাবে স্বাভাবিক। কেননা কিছুদিন আগতেও মেসির আর্জেন্টিনা চিনেছে বাংলাদেশকে, কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশের সমর্থনকে। 

শুধু তাই নয় কাতার বিশ্বকাপের বদৌলতে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস হচ্ছেযাইহোক, রোনালদো ভক্তদের জন্য সু খবর যে তাদের প্রিয় খেলোয়াড় বাংলাদেশি ভক্তদের সালাম জানিয়েছেন। এক ভিডিওবার্তায় বাংলাদেশকে সালাম জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিতাভ দেবনাথ নামের এক ব্যক্তি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে রোনালদো বলছেন, 'আসসালামু আলাইকুম বাংলাদেশ।'

সেই ভিডিওটিতে একজন বাংলাদেশি ব্যক্তিকে দেখা যায়, ধারণা করা হচ্ছে রোনালদোর বর্তমান ক্লাব আল নাসেরের সঙ্গে বাংলাদেশি ব্যক্তি কোনোভাবে সম্পৃক্ত।

বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

মেসিদের বাংলাদেশ সফরের কিছুই জানে না আর্জেন্টিনার গণমাধ্যম

মেসিদের বাংলাদেশ সফরের কিছুই জানে না আর্জেন্টিনার গণমাধ্যম

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ চলাকালেই বিশ্ব মিডিয়ার আলোচনায় বাংলাদেশের নাম। লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার প্রতি এদেশের কোটি ফুটবল ভক্ত-সমর্থকদের ভালোবাসায় প্রশংসায় ভাসছেন বাঙালিরা। 

তাই মরুর বুকে বিশ্বকাপ জেতা লিওনেল মেসিদের বাংলাদেশে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।এজন্য বাফুফে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে। সেই চিঠিতে আর্জেন্টিনাও বাংলাদেশে খেলতে আসার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছে। তবে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আগামী জুনে ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসছেন মেসিরা।

এজন্য আজ বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় মেসিদের বাংলাদেশে আসার বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করার কথা ছিল বাফুফের। কিন্তু সংবাদ সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগেই তা বাতিল করে এক সংবাদ বিজ্ঞপ্তি দেয় বাফুফে। ফলে আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।তবে মেসিদের বাংলাদেশ সফরের কিছুই জানে না আর্জেন্টিনার গণমাধ্যম। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে বাংলাদেশে আগমন সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পায়নি দেশটির সব গণমাধ্যম।

এই প্রসঙ্গে সার্জিও ল্যাভেন্সকি নামে দেশটির একজন সিনিয়র সাংবাদিক জানান, ‘আফা (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন) আমাদের এই বিষয়ে কিছুই জানায়নি। যতটুকু জানতে পেরেছি বিষয়টি নিয়ে মাত্র আলোচনা চলছে।’কাতার বিশ্বকাপ চলাকালেই বাংলাদেশি সমর্থকদের নিয়ে আর্জেন্টাইন মিডিয়ায় অনেক সংবাদ প্রকাশিত হয়েছিল। সে সময় মেসিদের সমর্থন নিয়ে নিউজ করতে আর্জেন্টিনা থেকে একজন সাংবাদিকও এসেছিল বাংলাদেশে। ফলে দুই দেশের ফুটবলে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা তৈরি হয়। তবে বাফুফের মন্তব্য নিয়ে বিপাকে দেশটির গণমাধ্যম।
আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেলেন বাংলাদেশের তপু বর্মন

আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেলেন বাংলাদেশের তপু বর্মন

দ্বিতীয়বারের মতো লিওনেল মেসিরা ঢাকায় আসছেন ম্যাচ খেলতে, তা একপ্রকার নিশ্চিত। বাফুফের আমন্ত্রণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার বাংলাদেশে আসার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। 

এরই মধ্যে আরেকটি চমক লাগানো খবর। মেসিদের দেশের একটি ক্লাবে খেলার প্রস্তুাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দল ও বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মন।


এই বিষয়ে তপু বলেন, ‘বেশ কিছুদিন আগেই আমি আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল ডে মায়ো থেকে খেলার আমন্ত্রণ পেয়েছি। সোল ডে মায়ো ক্লাব ছাড়া আরও দুটি ক্লাবও আমার সঙ্গে যোগাযোগ করেছে। তবে আমি এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। প্রথম আমার ক্লাবের সঙ্গে কথা বলতে হবে। কারণ, আমি তো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ।

’ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, সোল ডে মায়ো ক্লাবটি খেলে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের টরেনো রিজিওনাল ফেডারেল অ্যামেচার লিগে। তপু বর্মন জানিয়েছেন, ‘এখন ক্লাবটির প্রাক-মৌসুমের প্রস্তুতি চলছে। মার্চে তাদের লিগ শুরু হওয়ার কথা। আমাকে অনেকেই বলছেন এই সুযোগ হাতছাড়া না করতে। কিন্তু আমি ক্লাবের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না।’

তপু বর্মনের শেষ পর্যন্ত আর্জেন্টিনার ক্লাবে খেলতে যাওয়া হোক বা না হোক, মেসিদের দেশের কোনো ক্লাব থেকে খেলার প্রস্তাব পাওয়াকেই বড় ব্যাপার হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে নোয়াখালীতে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে নোয়াখালীতে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৩৬ হাজার গাছের চারা বিতরণ করেছে আর্জেন্টিনা সমর্থকরা।   

বুধবার বেলা ১১টার দিকে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের খাসের উচ্চ বিদ্য্যালয় প্রাঙ্গণে এই সব চারা বিতরণ করা হয়।

চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অসীম কুমার দাসের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব অনুপম ফকির, বৃক্ষ প্রেমী ও সমাজ সেবক মো. সাখাওয়াত উল্যাহ, চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন প্রমুখগাছ বিতরণ কর্মসূচিতে সার্বিক সহায়তা দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক সানজিদা ফেরদৌস দিবা।  

উল্লেখ্য, ‘সাদার শুভ্রতায় আর নীল বেদনা বুকে ধারণ করেও ভালোবাসায় অটল থাকার প্রতীক আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে গাছ লাগান পরিবেশ বাঁচান’- এই স্লোগানে ১৮ জানুয়ারি থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত গাছের চারা রোপণ ও বিতরণ উৎসব চলবে।   

মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা

জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা

অবশেষে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনেই ঢাকায় আসবেন মেসি-দি মারিয়ারা।

আজ মঙ্গলবার বাফুফে সুত্রে এমনটাই জানা গেছে। তবে আগামীকাল বাফুফের ডাকা সংবাদ সম্মেলনে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।  

বাফুফে সূত্র জানিয়েছে, জুনের ফিফা উইন্ডোতে ঢাকায় আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এখন দুই পক্ষের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে।  

জানা গেছে, বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে ম্যাচটি। তবে দেশের একমাত্র আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়ামটির সংস্কারকাজ চলছে। এজন্য বাফুফের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদকে জরুরি ভিত্তিতে কাজ শেষ করার জন্য চিঠিও দেওয়া হয়েছে।  

ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে তা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেখান থেকে বাছাই করে যেকোনো একটি দেশকে প্রতিপক্ষ হওয়ার প্রস্তাব দেওয়া হবে।

গত ৯ জানুয়ারি বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের পর আলবিসেলেস্তেদের বাংলাদেশে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তখন বাফুফে প্রধান জানিয়েছিলেন, লিওনেল স্কালোনির শিষ্যদের বাংলাদেশে আনতে প্রায় ১০ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় শতকোটি টাকার বেশি খরচ হতে পারে।  

এর আগে ২০১১ সালে ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা দল। সেবার মেসিদের আনতে প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার খরচ হয়েছিল। 

বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

নেইমারকে ঢাকায় আনার উদ্যোগ বসুন্ধরা কিংসের

নেইমারকে ঢাকায় আনার উদ্যোগ বসুন্ধরা কিংসের

লিওনেল মেসির ভক্তের সংখ্যা বাংলাদেশে প্রচুর। ব্রাজিল তারকা নেইমারের ভক্তের সংখ্যাও একেবারে কম নয়। ২০১১ সালে আর্জেন্টিনা দলের সঙ্গে মেসি ঢাকায় এসেছিলেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচও খেলেন মেসিমেসি এসে গেছেন, এখন যদি নেইমার ঢাকায় আসেন তা হবে ফুটবলপ্রেমীদের জন্য বড় আনন্দের। 

হঠাৎ করেই নেইমারের ঢাকা আসার কথা শোনা যাচ্ছে। আর ব্রাজিলিয়ান এই সুপারস্টার আসতে পারেন বসুন্ধরা কিংসের আমন্ত্রণে। কাতার বিশ্বকাপ শুরুর আগেই জানা যায়, নেইমারের প্রচারের কাজে যুক্ত এজেন্ট রবিন মিয়ার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবেবিষয়টি নিয়ে গণমাধ্যম সরগরম ছিল। সেই রবিন মিয়া এসেছিলেন বসুন্ধরা কিংসে। ক্লাব সভাপতি ইমরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।

নেইমারকে কোনোভাবে বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত বা ঢাকায় আনা যায় কি না ইমরুলের সঙ্গে সেই আলোচনা করেন রবিন।গণমাধ্যমকে রবিন বলেন, ‘বসুন্ধরা কিংসের মাধ্যমে নেইমারকে ঢাকায় আনার চেষ্টা করছি। প্রাথমিক আলোচনা চলছে। এখনো চ‚ড়ান্ত কিছু হয়নি। ’ এ ব্যাপারে কিংস সভাপতি ইমরুল বলেন, ‘নেইমারের ঘনিষ্ঠজন বাংলাদেশি। তাই রবিনের সঙ্গে নেইমারের বিষয় নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক।

বসুন্ধরা কিংসের সঙ্গে কোনোভাবে নেইমারকে জড়ানো বা আমাদের কোনো পণ্যের শুভেচ্ছাদূত করা যায় কি না তা নিয়ে আলোচনা হয়েছে। এমনকি স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধনী দিনে নেইমারকে আনা যায় কি না সে বিষয়েও আলোচনা চলছে। যদি সম্ভব হয় তা হবে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে দৃষ্টান্ত

শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

রিচার্লিসনের বাইসাইকেল কিকের গোলটিই বিশ্বকাপ সেরা

রিচার্লিসনের বাইসাইকেল কিকের গোলটিই বিশ্বকাপ সেরা

এবারের বিশ্বকাপ শুরুর আগেও মূল একাদশে রিচার্লিসনের জায়গা নিয়ে সন্দেহ ছিল অনেকেরই। তবে সমালোচকদের মুখ বন্ধ করতে মাত্র এক ম্যাচই সময় নিয়েছিলেন ২৫ বছর বয়সী এ তারকা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে দলকে জিতিয়েছেন টটেনহ্যামের এই স্ট্রাইকার।

এখানেই শেষ নয়, পুরো বিশ্বকাপেই দলের আক্রমণভাগে অন্যতম ভরসা হয়ে ছিলেন রিচার্লিসন। দুর্ভাগ্যজনকভাবে রিচার দল ব্রাজিল কোয়ার্টারে বাদ পড়লেও বেশ আলোটা ঠিকই নিজের করে নিতে পেরেছেন তরুণ এ ফুটবলার। এবার তার জন্য থাকছে আরও সুখবর। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে তার করা গোলটা টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছে।

মাত্র কয়েকদিন আগে শেষ হল বিশ্বকাপ। শিরোপার মুকুট গেছে আর্জেন্টিনার হাতে। টুর্নামেন্ট চলাকালেই ফিফা নিয়ম করেছিল সেরা গোল নির্বাচিত হবে দর্শকের ভোটে। 

এবার সেই ভোটের ভিত্তিতেই সেরা হল রিচার্লিসনের গোল। শুক্রবার ফিফার বিশ্বকাপ কেন্দ্রিক অফিশিয়াল পেইজে পোস্ট করে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

আর্জেন্টিনা বিশ্বকাপ নেওয়ায় সখীপুরে সিন্নির আয়োজন করে মানত পূরণ

আর্জেন্টিনা বিশ্বকাপ নেওয়ায় সখীপুরে সিন্নির আয়োজন করে মানত পূরণ

নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে জয়ী হয়ে বিশ্বকাপ নেওয়ায় সিন্নি খাওয়ার আয়োজন করেছেন সখীপুরে জুলহাস গায়েন নামে এক ভক্ত। তিনি দৈনিক সংবাদের সখীপুর উপজেলা প্রতিনিধি এবং রেডিও টেলিভিশনের নিয়মিত সংগীত শিল্পী।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে দুধ দিয়ে শিন্নি রান্না করে মেসি সমর্থকদের নিয়ে খাওয়া-দাওয়া শেষে সংগীত অনুষ্ঠানের আয়োজন করে তিনি।


পূর্বের ঘোষণা অনুযায়ী সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে পৌর এলাকার শাহ কামাল এর মাজারে এ আয়োজন করা হয়।


জুলহাস গায়েন জানায়, ২০০২ সালে লিওলেন মেসির খেলা দেখে প্রেমে পড়েন তিনি। এদিকে সময়ের ব্যবধানে ফুটবল জগতে বিশ্ব তারকা হিসেবে খ্যাতি অর্জন করেন লিওলেন মেসি। আর ফুটবল বিশ্বকাপে একমাত্র মেসিই তাঁর কাছে সুপার স্টার। যার পায়ে জাদু আছে। আর মেসির জাদুতে তিনি মুগ্ধ।


তিনি আরও জানায়, এবারের বিশ্বকাপ শুরু থেকে তিনি জার্সি বিতরণ এবং খেলার সময় নানা ধরনের খাবার আয়োজন করেছেন। তা ছাড়াও প্রথম রাউন্ডে সৌদি আরবের কাছে পরাজয়ের পর তাঁর মন অনেক খারাপ ছিল। এরপর দ্বিতীয় রাউন্ড ও সেমি ফাইনাল ম্যাচ খেলে ফাইনালে ওঠায় এবং বিশ্বকাপ নেওয়া তার স্বপ্ন পূরণ হয়েছে ।


এদিকে শিন্নি খেতে আসা এক আর্জেন্টাইন সমর্থক জানান, ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ট্রফি মেসির হাতে পাওয়ার বিজয়ের উল্লাসে মেতে উঠেছে সারা বিশ্ব । মেসি ভক্ত জুলহাস গায়েনের এমন আয়োজনকে জানান এবং সামনে বিশ্বকাপেও তারা চ্যাম্পিয়ন ট্রফি নিবেন বলে আশা করেন

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

আর্জেন্টিনার ভালোবাসায় রাঙিয়েছেন বাড়ি! বিনামূল্যে কেটে দিচ্ছেন চুল-দাড়ি

আর্জেন্টিনার ভালোবাসায় রাঙিয়েছেন বাড়ি! বিনামূল্যে কেটে দিচ্ছেন চুল-দাড়ি

২০১০ সাল থেকে আর্জেন্টিনার ভক্ত ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়াইলভীর এলাকার বাসিন্দা নরসুন্দুর বিপ্লব চন্দ্র শীল। তার প্রিয় দল আর্জেন্টিনা ২০২২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে তাই তিনি বাড়ীতে প্রিয় দল আর্জেন্টিনার রঙে সাজিয়ে তোলেন। 

নরসুন্দর বিপ্লব চন্দ্র শীল নাগেশ্বরী সরকারি কলেজের ডিগ্রী শেষ বর্ষের ছাত্র। তিনি পড়াশুনার পাশাপাশি নেওয়াশী বাজারে সেলুনের দোকানে কাজ করে বাবা-মাসহ তিন সদস্যের সংসার জীবন-জীবিকা নির্বাহ করেন। তার অনেক দিনের স্বপ্ন ২০২২ সালের বিশ্বকাপ খেলা সময় তিনি তার বাড়ীতে আর্জেন্টিনার রঙে সাজিয়ে তুলবেন।স্বল্প আয়ের এই নরসুন্দর বিপ্লব চন্দ্র শীল অনেক কষ্টে জমানো ৯ হাজার টাকা দিয়ে তার প্রিয়দলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন বাড়ীটি। 

খেলা চলাকালীন সময়ে আর্জেন্টিনার সমর্থকরা তার বাড়ীতে গিয়ে আর্জেন্টিনার রঙে রাঙিয়ে তোলা বাড়ীটির ছবি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আনন্দ উপভোগ করতো অনেকেই। আসতেন না শুধু ব্রাজিলসহ অন্য দলের সমর্থকরা।

নরসুন্দর বিপ্লব চন্দ্র শীল জানান, আমার বাড়ীটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে তোলায় এলাকার শতশত আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের ভালবাসা পেয়েছি। পাশাপাশি আমার দৃঢ় বিশ্বাস ছিল,আমার প্রিয় দল আর্জেন্টিনা এবার বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি অর্জন করবে। আমার প্রিয়দল আর্জেন্টিনা বিশ্বকাপের ট্রফি অর্জন করায় আমার বিশ্বাস ও স্বপ্ন সার্থক হয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আর্জেন্টিনার ভক্ত ও সমর্থক হয়ে থাকতে চাই। 

তিনি আরও বলেন, আমি প্রতিদিন গড়ে আমি সেলুনে কাজ করে ৫০০ থেকে ৭০০ টাকা আয় করি। তাই আমার প্রিয়দল আর্জেন্টিনা বিশ্বকাপ অর্জন করায় সোমবার আজকের দিনে শুধু মাত্র আর্জেন্টিনার সমর্থকদের জন্য চুল-দাড়ি কাটা ফ্রি।

একই গ্রামের আর্জেন্টিনার সমর্থক লকিবুল ইসলাম লতিফ ও সন্জয় পাল বলেন, তাদের গ্রামের আর্জেন্টিনার সমর্থক বেশি। অনেকেই বাড়ীতে অর্জেন্টিনার পতাকা উঠালেও নরসুন্দর বিপ্লব চন্দ্র শীল বাড়ীতে আর্জেন্টিনার পতাকা রঙে সাজিয়ে তুলে আমাদের মত আর্জেন্টিনার সমর্থকদের মনে আনন্দ দিয়েছেন। 

সেই সাথে আমাদের প্রিয়দল বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি অর্জন করায় সে আজ আমার মত আর্জেন্টিনার সমর্থকদের চুল-দাড়ি ফ্রিতে কেটে দিচ্ছেন। আমাদেরও ফ্রিতে চুল-দাড়ি কেটে দিয়েছেন।

রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে নির্মাণাধীন সেতুর রডে বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু 

আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে নির্মাণাধীন সেতুর রডে বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু 

আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে যশোরের ঝিকরগাছায় নিমার্ণাধীন সেতুর রডে বিদ্ধ হয়ে রাকিব হোসেন (২৫) নামে এক সমর্থকের মৃত্য হয়েছে। 

রোববার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। রাকিব হোসেন ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখার জন্য দুই সেতুর মাঝে পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেওয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। 

এসময় উৎফুল্ল রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মাণাধীন বেইলি ব্রিজের ওপর পড়ে যান। এর ফলে পিঠে রড বিধে মারাত্মক আহত হন রাকিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোল্ডেন গ্লাভস নিয়ে আর্জেন্টাইন গোলকিপারের অশ্লীল অঙ্গভঙ্গি, বিতর্কে মার্টিনেজ

গোল্ডেন গ্লাভস নিয়ে আর্জেন্টাইন গোলকিপারের অশ্লীল অঙ্গভঙ্গি, বিতর্কে মার্টিনেজ

বিশ্বকাপের ফাইনাল জয়ের পর রাত পার হওয়ার আগেই নতুন বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। 

বিশ্বকাপ ফাইনাল জয়ে রাতে লিওনেল মেসির মঞ্চে টাইব্রেকারে পেনাল্টি রুখে নায়ক হয়ে যান মার্টিনেজ। তার গ্লাভসেই শেষ পর্যন্ত আটকে যায় ফ্রান্স। সেই মার্টিনেজই ম্যাচের পর অশ্লীল ভঙ্গি করে বিতর্কে জড়ালেন। যা নিয়ে তোলপাড় বিশ্ব ফুটবল।মার্টিনেজের কারণেই কিন্তু আর্জেন্তিনা ফাইনালে উঠতে পেরেছিল। তার দুরন্ত পারফরম্যান্স বারবার প্রতিহত করেছে বিপক্ষকে। 

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জেতানোই হোক, বা দুরন্ত ছন্দে ফিল্ড গোল বাঁচানো- হিরোর ভূমিকা নিয়েছেন মার্টিনেজ। যার সুবাদেই তিনি টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়ে জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভসও। কিন্তু সেই গ্লাভস নিয়ে অশ্লীল ভঙ্গি করেই বিতর্কে জড়ালেন মার্টিনেজ।স্টেডিয়াম এবং টিভি মিলিয়ে কোটি কোটি মানুষ দেখলেন, সেলিব্রেশনের নামে পুরস্কার পাওয়া গোল্ডেন গ্লাভস মার্টিনেজ তার গোপানাঙ্গে ঠেকিয়া অশ্লীল অঙ্গভঙ্গি করছেন। যা নিয়েই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিষয়টি ভালো ভাবে নিতে পারেনি ফুটবল বিশ্ব। মার্টিনেজের এমন কুৎসিত কাজের জেরে তাকে সমালোচনায় ভরিয়ে দিচ্ছেন সবাইকে।
তবে লিওনেল মেসির শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পেরে উচ্ছ্বসিত মার্টিনেজ। তিনি এই সব বিতর্ক নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। টাইব্রেকারে পেনাল্টি সেভ করার আসল রহস্যও তিনি উন্মোচন করেছেন। সঙ্গে তিনি বলেছেন, ‘আমি পেনাল্টির সময় মাথা ঠান্ডা রেখেছিলাম। ওরা ম্যাচে ৩টি শটে গোল করেছে। কিন্তু তার পরেও আমি নিজেকে ঠান্ডা রেখেছিলাম। জানতাম, শান্ত থাকতে পারলে ঠিক সেভ করে দেব।’এর সঙ্গেই মার্টিনেজ যোগ করেন, ‘আমি খুবই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। এই জয় পরিবারকে উৎসর্গ করতে চাই। পুরো পেনাল্টি শুটআউটে আমি শান্ত থাকার চেষ্টা করেছি। এটাই আমার স্ট্র্যাটেজি ছিল।’
ফাইনাল খেলা নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সংঘর্ষ, আহত ৭

ফাইনাল খেলা নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সংঘর্ষ, আহত ৭

ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন। রোববার রাতে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরে বিশ্বকাপের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জেতার করার পরই এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছেআহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫), একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) এবং চাদ আলী (৩৬)।পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, 

বিশ্বকাপ ফাইনাল খেলা উপলক্ষে হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে আর্জেন্টির সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে খাকতে। খেলা দেখতে আসা ব্রাজিলের সমর্থকেরা এই খেলায় ফ্রান্সের সমর্থন করতে থাকে। আর্জেন্টিনা দুই গোলে দেওয়ার পর ব্রাজিল সমর্থকেরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পর ফ্রান্স আর্জেন্টিনার দেওয়া দুই গোল শোধ দিলে ব্রাজিলের ওই সমর্থকেরা আবারও ওই স্থানে এসে জড়ো হয়ে বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে। এতে করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খেলা শেষে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয় লাভ করলে আর্জেন্টিনার সমর্থকেরা নাচানাচি শুরু করে। নাচানাচির সময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পরে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। দুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি।
প্রিয়বন্ধু মেসিকে অভিনন্দন জানালেন নেইমার

প্রিয়বন্ধু মেসিকে অভিনন্দন জানালেন নেইমার

সময়ের সেরা দল নিয়ে এসেও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাত্রা শেষ হয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। 

সেদিন ক্রোয়েশিয়া কাছে হেরে কেঁদেছেন নেইমার। আজ তার চোখে হয়তো আনন্দ অশ্রু দেখা দিয়েছে। কারণ তার প্রিয় বন্ধু লিওনেল মেসি জিতেছে বিশ্বকাপ!

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এসে শিরোপা তুলে ধরলেন মেসি। এক কিংবদন্তির বিশ্বকাপযাত্রা শেষ হলো রাজকীয়ভাবে। ফাইনালে করলেন জোড়া গোল। জিতে নিলেন গোল্ডেন বলের পুরস্কার। 
এমন সময়ে মেসিকে অভিনন্দন না জানিয়ে পারেন নেইমার? তাই সোশ্যাল অ্যাকাউন্টে স্পেনিশ ভাষায় যা লিখেছেন তার বাংলা মানে দাঁড়ায়- 'অভিনন্দন ভাই'।
আমাদের হাতে খাসি, কাপ পাবে মেসি’

আমাদের হাতে খাসি, কাপ পাবে মেসি’

আজ রাত ৯টায় কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। এদিকে দলের প্রতি শুভকামনা জানিয়ে খাসি নিয়ে আনন্দ মিছিল বের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্জেন্টিনা ফ্যানস ক্লাব সমর্থক শিক্ষার্থীরা। এ সময় মিছিলে তারা ‘আমাদের হাতে খাসি, কাপ পাবে মেসি’ স্লোগান দিতে থাকেন।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের করা হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়।এর আগে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব কমিটি গঠন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল-গালিব সভাপতি ও নাহিদুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।  

প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের উপদেষ্টা ফয়সাল আহমেদ রুনু বলেন, মেসির জীবনে শুধু রয়েছে বিশ্বকাপ জেতার অপূর্ণতা। আজকে বিশ্বকাপ জিতে সেটাও পূরণ করবে। বাংলাদেশ থেকে প্রিয় দলের প্রতি যে পরিমাণ দোয়া আছে অবশ্যই আজকে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে। প্রিয় দল আজ নতুন চমক দেখাবে বলে আমি আশাবাদী। 

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, আমাদের আনন্দ মিছিল প্রমাণ করে দেয় আর্জেন্টিনার প্রতি আমাদের ভালোবাসা। আমরা পরাজয় দিয়ে শুরু করেছিলাম শেষ জয়টা আমাদের হবে। যে দলে মেসি আছে সেখানে আমাদের ভয়ের কোনো কারণ নেই। দলগত পারফর্ম করে আর্জেন্টিনাই কাপ নেবে।আর্জেন্টিনা সমর্থক আরেক শিক্ষার্থী বলেন, আমরা ব্রাজিলের মতো হেক্সা হেক্সা করব না। আমরা সেভেন আপ খাওয়া দল নয়। প্রতিটি বিশ্বকাপেই আমাদের পারফম্যান্স ভালো। তারই ধারাবাহিকতায় কাতার বিশ্বকাপ আমরা পাব। 

মিছিলে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সকল নেতৃবৃন্দ, সকল হল ইউনিটের নেতাকর্মী, সকল অনুষদ ও বিভাগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল সমর্থকরা উপস্থিত ছিলেন