গোপালপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গোপালপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

গোপালপুরে পাঁচ পা নিয়ে জন্ম নিল গরুর বাছুর, এলাকাজুড়ে চাঞ্চল্য

গোপালপুরে পাঁচ পা নিয়ে জন্ম নিল গরুর বাছুর, এলাকাজুড়ে চাঞ্চল্য

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জন্ম নিয়েছে এক বিরল আকৃতির গরুর বাছুর, যার রয়েছে স্বাভাবিক চার পায়ের পাশাপাশি অতিরিক্ত একটি পা। ব্যতিক্রমী এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের গ্রাম থেকে হাজারো মানুষ ভিড় জমাচ্ছে শুধুমাত্র বাছুরটিকে এক নজর দেখার জন্য।

ঘটনাটি ঘটেছে গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর গারালিয়া পাড়া গ্রামের , স্থানীয় কৃষক মো. শাহিন মিয়া এর বাড়িতে গত শনিবার সন্ধ্যায়, তার গাভীটি স্বাভাবিকভাবেই বাছুর প্রসব করে, কিন্তু পরে দেখা যায়, বাছুরটির সামনের পায়ের অংশে রয়েছে একটি অতিরিক্ত পা। এবং পিছনে রয়েছে দুইটি পা, তিন পায়ের উপর ভর করে চলাচল করছে। প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারেন এটি কোনো রোগ নয়, বরং একটি বিরল প্রাকৃতিক বৈশিষ্ট্য।এই অদ্ভুত গরুর বাছুরকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো কৌতূহলী মানুষ। কেউ কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

বর্তমানে বাছুরটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবেই চলাফেরা করছে। এলাকাবাসীর ধারণা, এটি গোপালপুরে এক নতুন কৌতূহলের নাম হয়ে উঠবে। এমন বিরল ঘটনায় গোপালপুরের নাম উঠে এসেছে বিভিন্ন সামাজিক মাধ্যম ও স্থানীয় সংবাদে।

এলাক স্থানীয় বাসিন্দা মো. মুক্তার হোসেন জানান গরুর পাঁচ পা হয় এটা কখনো আগে দেখি নাই এবং বিশ্বাসও করি নাই আজকে দেখে আমি অবাক হলাম, এটা মনে হয় প্রতিবন্ধী মত মনে হয়।

গোপালপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোর্শেদ জানান এটি জেনেটিক মিউটেশনের কারণে হয়ে থাকতে পারে। এমন ঘটনা পৃথিবীতে খুবই বিরল, তবে এটি প্রাণীর স্বাস্থ্যের ওপর বড় কোনো প্রভাব ফেলবে না যদি অন্য কোনো জটিলতা না থাকে। এরকম গরু হাজারে একটা দুইটা থাকলে হতে পারে।

বুধবার, ২৮ মে, ২০২৫

টাঙ্গাইলে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

টাঙ্গাইলে বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

টাঙ্গাইলের গোপালপুরে দাঁড়িয়ে থাকা ড্রাম-ট্রাকের সাথে একটি বেপোরোয়া গতির মোটরসাইকেলের সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুত্বর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী তার সহপাঠী তুহিন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণি নির্মাণাধীন ব্রীজের পশ্চিমপাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত স্কুল ছাত্রের নাম রিয়াদ হোসেন (১৪)। সে উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম এলাকার সুরুজ্জামালের ছেলে। রিয়াদ স্থানীয় নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিহত রিয়াদ ও তার বন্ধু তুহিন এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে উপজেলার হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণি নির্মাণাধীন ব্রীজের পশ্চিমপাশের সড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম-ট্রাকের পেছনে তাদের বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। 

এতে ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক রিয়াদের মাথার মস্তক বের হয়ে যায়। সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। তার বন্ধু তুহিন পেছন থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. মামুন ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রবিবার, ২৪ মার্চ, ২০২৪

টাঙ্গাইলে ৭ ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃ/ত্যু

টাঙ্গাইলে ৭ ঘন্টার ব্যবধানে স্বামী স্ত্রীর মৃ/ত্যু

টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর মৃত্যুর ৭ ঘন্টার মধ্যে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাগুজীআটা গ্রামের এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্ধক্যজনিত কারণে শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাসভবনে আজগর আলী (১০০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামীকে জানার আগে গোসল করানোর পরেই রবিবার (২৪ মার্চ) বেলা ১১টায় স্বামীকে হারানোর শোকে ষ্টোক করেন স্ত্রী জহুরা বেগম (৮০)। এতেই তার মৃত্যুবরন হয়। পারিবারিক সুত্রে জানা গেছে, উভয়েই বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

মরহুম আজগর আলীর নাতি মো. জুয়েল বলেন, আমার দাদা এবং দাদি বেশ কয়েক মাস ধরেই একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাদেরকে অনেক জায়গায় নিয়ে চিকিৎসা করানো হয়েছে। দু’জনেই একই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন।
পরে বাদ যোহর তাদের দু’জনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদেরকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন।শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব।

নিহতরা হচ্ছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৯)।



গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এসময় বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায় বলে জানান ওসি।

বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

টাঙ্গাইলে এমপি মনোনয়ন পেতে পদত্যাগ করলেন উপজেলা চেয়ারম্যান

টাঙ্গাইলে এমপি মনোনয়ন পেতে পদত্যাগ করলেন উপজেলা চেয়ারম্যান


টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাক্ষরিত কাগজে বলা হয়- আমি গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

আমি আমার ব্যক্তিগত ও পারিবারিক কারণে চেয়ারম্যানের পদের দায়িত্ব পালন করতে পারছি না বিধায় আমি উক্ত পদ হতে স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক।

আমাকে গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে পদত্যাগ পত্র গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

জানা যায়, ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান।

তিনি টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।

তিনি গত ১৭ সেপ্টেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য স্থানীয় সরকার বিভাগের বরাবর আবেদন করেন।

পরে ৩ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করেন।

সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, আমি গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম কিন্তু চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় আমাকে মনোনয়ন দেয়নি। আমি তিনবারের নির্বাচিত চেয়ারম্যান।

ভূঞাপুর-গোপালপুরের জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চান। জনগণের চাপের কারণে তফসিল ঘোষণার আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।

তিনি আরও বলেন, আমার দীর্ঘ বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা এবার আমাকে মনোনয়ন দিবেন।

গোপালপুর-ভূঞাপুর আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিব।

এই দুই উপজেলাকে স্মার্ট, মডেল ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম আরা রিনি জানান, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগের জন্য স্থানীয় সরকার বিভাগের বরাবর আবেদন করেন।

পরে মন্ত্রণালয় পদত্যাগ গ্রহণ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

উপজেলার পরিষদের প্যানেল চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার, ২ মে, ২০২৩

টাঙ্গাইলের গোপালপুরে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

টাঙ্গাইলের গোপালপুরে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে উপজেলার মাইজবাড়ী পূর্বপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাখুরিয়া বাড়ী গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন (৩৫), আ. সোবহানের ছেলে মো. আলম মিয়া (৩৫), জোত বাগল গ্রামের মৃত শামসুল আলমের ছেলে আয়নাল হক (৩২), মৃত আবুল হোসেনের ছেলে মো. তারা মিয়া (৫৫), মাইজবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত মোনছব আলীর ছেলে মো. মোজাম্মেল হক (৪৫) ও পলাশিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. আরিফ মিয়া (২৬)।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, সোমবার সন্ধ্যায় থানার এসআই সাজেদুল ইসলাম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটির করার সময় সোমবার সন্ধ্যায় খবর পান মাইজবাড়ী পূর্বপাড়া গ্রামের ইয়াকুব আলীর বাঁশ বাগানে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলছে।

পরে তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

গোপালপুর থানা চত্বরে বাহারি ফুলের চাষ

গোপালপুর থানা চত্বরে বাহারি ফুলের চাষ

আহমেদ সাজু( গোপালপুর) টাঙ্গাইল 
অনেকটা শখের বশে বাহারি ফুলের চাষ করে সাজিয়েছেন থানা চত্বর গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন। 

 বৃহস্পতিবার(১৬মার্চ)সরেজমিনে গিয়ে দেখা যায়, থানা চত্বরের পতিত জমি প্রস্তুত করে  বিভিন্ন ধরনের সবজিসহ ফুলের চাষ করে সাড়া ফেলেছেন মানবিক অফিসার। 

প্রতিনিয়ত বাগানের তদারকির জন্য তত্ত্বাবধায়ক বলেন, স্যারের এমন উদ্যোগের এ খবর  উপজেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় চাউর হলে দৈনিক শত শত লোক বাগান দেখার জন্য ছুটে আসে।থানায় সেবা প্রত্যাশী আগত দর্শনার্থীরা খুব আনন্দ চিত্তে নির্মল পরিবেশ উপভোগ করে।নিয়মিত বাগানের পরিচর্যাসহ এখানে যারা দেখভালের দায়িত্বে আছে, তারা খুব যত্নসহকারে দেখাশুনা করে।

গোপালপুর উপজেলা চেয়রাম্যান আসাদুজ্জামান সোহেল বলেন, এমন মানবিক ওসি পেয়ে আমরা গর্বিত। তিনি আসার পর থেকে থানায় সেবার মান বৃদ্ধি পেয়েছে। উপজেলার সর্বস্তরের মানুষ কাছে অতি অল্প সময়ে প্রিয় হয়ে ওঠেছে।আমরা গোপালপুর উপজেলার মানুষ তার আচরণে অভিভূত হয়ে সকল কাজে সহযোগিতা করার চেষ্টা করি।

এবিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান  মোশাররফ হোসেন বলেন, আমার শৈশব কেটেছে গ্রামে,তাই কৃষি থেকেই বেড়ে ওঠা।আমি চেষ্টা করি কৃষি ব্যবস্থাপনা লালন করতে, তার অংশ হিসেবে ফুলের বাগানসহ থানার পতিত জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি।এ কাজে আমার সহধর্মিণী সরকারি কুমুদিনী কলেজের অধ্যাপক সেলিনা আক্তার নিয়মিত অর্পিত দায়িত্ব পালন ও  মানবিক অফিসার হওয়ার জন্য  উৎসাহ দিয়ে থাকে। তিনি আরও বলেন, নিজ গ্রামে ভবিষ্যতে এ কাজের পরিধি বাড়িয়ে সবুজ মাঠ উপহার দিব।

উল্লেখ্য,টাঙ্গাইলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছিল এই মানবিক অফিসার।  কন্যা সন্তান
প্রসবের খবর শুনলেই ফুলের তোড়াসহ নানা ধরনের উপহার নিয়ে ছুটে যান প্রসূতি মায়ের কাছে। এখবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে পুলিশের উচ্চ পর্যায়ে, বিনিময়ে সম্মাননাসহ পুলিশি পুরষ্কারে ভূষিত হয়েছেন।

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

গোপালপুরে নাশকতার অভিযোগে বিএনপি’র ৫ নেতাকর্মী গ্রেপ্তার

গোপালপুরে নাশকতার অভিযোগে বিএনপি’র ৫ নেতাকর্মী গ্রেপ্তার

টাঙ্গাইলের গোপালপুরে নাশকতার অভিযোগে বিএনপি’র পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার ও ৬ টি ককটেল উদ্ধার করেছে গোপালপুর থানা পুলিশ।

বুধবার (৩০ নভেম্বর) রাতে গোপালপুর পৌরশহরের আভঙ্গি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ রহমান, তোফাজ্জল হোসেন, ইসমাইল হোসেন, আব্দুল লতিফ ডান্ডু এবং মোহাম্মদ লতিফ। এরা সবাই ধোপাকান্দি ও ঝাওয়াইল ইউনিয়ন বিএনপি’র সদস্য ও ওয়ার্ড কমিটির নেতা।গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, এরা সবাই নাশকতার উদ্দেশ্যে পৌরশহরের আভঙ্গি এলাকায় সমবেত হলে পুলিশ ৬টি ককটেলসহ এদের গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, বিএনপির ২০ নেতাকর্মীসহ শতাধিক অজ্ঞাতনামাকে আসামী করে থানায় নাশকতা ও দাঙ্গা-মারামারি মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অপরদিকে উপজেলা বিএনপি এক বিবৃতিতে জানান, এটা গায়েবী মামলা। আভঙ্গী এলাকায় বিএনপি’র নেতাকর্মীরা বুধবার রাতে কোন ধরনের ঘটনা ঘটায়নি। ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশেকে কেন্দ্র করে বিএনপি’র কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

বুধবার, ১২ অক্টোবর, ২০২২

গোপালপুরে ইউপি নির্বাচনে নৌকা ও আনারস প্রতীকে দুই তালুকদার বিজয়ী

গোপালপুরে ইউপি নির্বাচনে নৌকা ও আনারস প্রতীকে দুই তালুকদার বিজয়ী

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে স্থগিতকৃত হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে রিটার্নিং অফিসার নাজমা সুলতানা এ দুটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, হেমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে আনিছুর রহমান তালুকদার হীরা ৬,১৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বী মাসুদ খান নাছির স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী) টেবিল ফ্যান প্রতিকে ৫,১৯৯ ভোট পেয়েছেন।

ঝাওয়াইল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার চেয়ারম্যান পদে আনারস প্রতিকে ৮,৪৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের আয়শা আক্তার শিখা পেয়েছেন ৭,৯০৬ ভোট।

উল্লেখ্য, সীমানা সংক্রান্ত জটিলতা মামলার কারণে উপজেলার এ দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ছিল।
গোপালপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ

গোপালপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কেন্দ্রের সামনে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ প্রার্থী আনিসুর রহমান তালুকদার হীরা ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী গোলাম রোজের সমর্থকরা হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে।

বিএনপির স্বতন্ত্র প্রার্থী গোলাম রোজ বলেন, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আমিসহ আমাদের চার-পাঁচজন সমর্থক গুরুতর আহত হয়। তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আওয়ামী লীগ প্রার্থীর দাবি তাদের সমর্থকরাও আহত হয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘কেন্দ্রে এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।’

প্রসঙ্গত, উপজেলার হেমনগর ও ঝাউয়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৭৮ জন এবং সংরক্ষিত পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৫৮ হাজার ৬৮৪ জন।