INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে এক সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে আলোচনায় ৩ বোন

সখীপুরে এক সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে আলোচনায় ৩ বোন

টাঙ্গাইলের সখীপুরে তিন সহোদর বোন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ এলাকায় আলোচনায় এসেছে।
তারা হলো বড় বোনা সুমাইয়া ইসলাম, মেজো বোন সাদিয়া ইসলাম ও ছোট বোন রাবিয়া ইসলাম সখীপুর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের মেয়ে।

রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হওয়া পরীক্ষায় তারা উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে উপজেলার পরীক্ষার কেন্দ্র সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, ওই তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে।

এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতার স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।