বুধবার, ১১ জুন, ২০২৫
শনিবার, ১০ মে, ২০২৫
ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
ঘাটাইলে অটোভ্যানের নিচে পড়ে শিশু নিহত
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
টাঙ্গাইলে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে স্ত্রী নি/হ/ত
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
ঘাটাইলে তেলবাহী ট্রাক-মাহিন্দ্রের সং*ঘ*র্ষে নি*হ*ত ২, আহত ৫
সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
টাঙ্গাইলে মোটরসাইকেল-অটোভ্যান স-ং-ঘ-র্ষে প্রাণ গেল দুই বন্ধুর
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
ঘাটাইলে সাপ ধরতে গিয়ে সাপের কামড়েই প্রাণ হারাল অটোভ্যান চালক
প্রতিনিধি, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে কালাম মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
কালাম কালিহাতী উপজেলার বল্লা গ্রামের সোহরাব আলীর ছেলে ও মুরাইদ গ্রামের হযরত আলীর জামাতা। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। পেশায় অটোভ্যান চালক।
জানা গেছে, বিল থেকে চায়না জাল উঠাতে গিয়ে দেখতে পায় সাপ আটকে আছে। পরে সেই সাপ ধরে ছাড়ানোর চেষ্টাকালে তাকে সাপে কামড় দিয়েছে জানায় সে। পরে সাপ নিয়ে অটোভ্যান চালিয়ে স্থানীয় এক সাপুড়ের উদ্দেশ্যে সাগরদিঘি বাজারের দিকে রওনা দেন কালাম মিয়া।
তিনি আরও জানান, তার কিছুক্ষণ পরেই জানতে পারি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায় কালাম। পরে স্থানীয় লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ধারণা, কোনো বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আ: রাজ্জাক বলেন, সকালে খবর আসে এক ব্যক্তি সাপসহ রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে স্বজন ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমেছে।
বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
ঘাটাইলে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ নির্মাণের উদ্যোগ
এটি নির্মাণ করা হবে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়েকর ঘাটাইল উপজেলার সিংগুরিয়ায়। এ উপলক্ষ্যে আজ শুক্রবার (২২ সেপ্টম্বর) বিকালে প্রস্তাবিত মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলার আনেহলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- ২৬১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা হাফেজ মওলানা মো. ফজলুল রহমান। এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- তেজগাঁ শিল্পাঞ্চল আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ সাইফুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন- হাফেজ মওলানা মো. হুসাইন আহমদ।
উদ্যোক্তারা জানান, প্রায় ৫ বিঘা জমির ওপরে ৩ তলা ও সু-সজ্জিত পাঁচটি মিনার বিশিষ্ট এ মসজিদটি নির্মাণ হবে। ৫টি মিনারের একটি ৩৯৯ ফিট উচ্চতায় দৃষ্টিনন্দন আধুনিক মার্বেল পাথর দ্বারা মেহেরাব, পিলার ও মেঝে নির্মিত হবে।
একত্রে ৩০ হাজার মুসুল্লির নামাজের ব্যবস্থাসহ প্রতিটি জায়নামাজের স্থান কারুকাজ দ্বারা নির্ধারিত থাকবে। এছাড়া জেনারেটরসহ এসির ব্যবস্থা ও মসজিদে ইসলামী জ্ঞান চর্জার জন্য একটি লাইব্রেরী কক্ষ এবং মহিলাদের আলাদা নামাজ আাদায়ের ব্যবস্থা থাকবে।
২৬১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা হাফেজ মওলানা মো. ফজলুল রহমান বলেন, আমার বাবা স্বপ্নে আমাকে বলেন একটি মসজিদ নির্মাণ করার জন্য। পরে আমি পার্শ্ববর্তী গোপালপুরের পাথালিয়া গ্রামের ২০১ গম্বুজ দেখতে যাই। সেখান থেকে আমার ২৬১ গম্বুজ মসজিদ নির্মাণের ইচ্ছে হয়।
আমি এলাকার সকল ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি। যাতে আমি আমার জীবদ্দশায় এই মসজিদটি নির্মাণ করে যেতে পারি।
বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
টাঙ্গাইলে ইউপি সদস্যের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার, ৯ মে, ২০২৩
টাঙ্গাইলে রাইস কুকার কার্টুনের প্যাকেটে মিললো নবজাতক শিশুর লাশ
বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
টাঙ্গাইলে লাশ সামনে রেখে বিচারের দাবিতে সড়ক অবরোধ
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
টাঙ্গাইলের ঘাটাইল পুরাতন ব্যটারী জ্বালিয়ে অবৈধ সিসা তৈরির কারখানা!
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
টাঙ্গাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন বন্ধুর মৃত্যু
রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
ঘাটাইলে প্রাথমিক শিক্ষক নেতাদের বিরুদ্ধে সমিতির প্রায় ৭২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ।
মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের জামিন হওয়ায় আনন্দ মিছিল
ঘাটাইলের সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ বিক্ষোভ ও মানববন্ধন ও পাল্টা মানববন্ধন কর্মসূচি পালন বেশ আলোচিত চেয়ারম্যান হিসেবে পরিচিতি পান।
উল্লেখ্য,২০১৮ সালের ২৯মার্চ(বৃহস্পতিবার) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনের আগের রাতে গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে ঐ গ্রামের নেছার আলী ছেলে যুবদল নেতা মালেক মিয়া মারা যান।নিহত মালেক মিয়ার পরিবারের দায়েরকৃত মামলায় (১জানুয়ারি)টাঙ্গাইল থেকে সি আই ডি হেকমত সিকদারকে গ্রেপ্তার করে।
দীর্ঘদিন কারাভোগের পর (২৩জানুয়ারি) জামিনে মুক্ত হয়ে তার কর্মী -সমর্থকদের সাথে দেখা করেন।
এ খবর তার নির্বাচিত এলাকাসহ ঘাটাইল উপজেলার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ করা হয়।
আজ( ২৪জানুয়ারি)বিকেল ২টার দিকে হেকমত সিকদারের নেতৃত্বে হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে আনন্দ মিছিল বের করে।এসময় মিছিল নিয়ে সাগরদিঘী চৌরাস্তা অতিক্রম করে তেলের পাম্প এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তৃতা করেন লক্ষ্মীন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান।
তিনি বলেন, আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করি না।আমরা জনগণের জন্য রাজনীতি করি। আরও উপস্থিত ছিলেন আবুছাইদ রুবেল, ঘাটাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র লিটন সরকার। সমাবেশে হেকমত সিকদারের সংক্ষিপ্ত ভাষণের সময় তার কর্মী- সমর্থক তাকে জড়িয়ে ফুলেল শুভেচছা বিনিময় করে।তিনি বলেন, আমি সাধারণ ঘরের ছেলে,সাধারণ মানুষের দুঃখ-দূর্দশা লাগব করাই আামার কাজ।আমি এতো মানুষের ভালোবাসায় উচ্ছ্বসিত। আমি আমার নির্বাচিত এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞ।আমি তাদের কাছে ঋণী। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান আগামীতে মানুষের কল্যাণে তাকে পাশে রাখার।