ঘাটাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঘাটাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১১ জুন, ২০২৫

বাসাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ির পাশে পুকুরে ডুবে শাওন (১২) ও নাঈম (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

মৃত দুই ভাই শাওন (১২) ও নাঈম (১০) উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামের সৌদি প্রবাসী জমির উদ্দিন ও তার ভাই হাবিল উদ্দিনের ছেলে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার বিকেলে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে জুতা ও গেঞ্জি পড়ে থাকতে দেখে। পরে রাত ১০টার দিকে পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। দুই কিশোরের কেউ সাঁতার জানতো না।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার, ১০ মে, ২০২৫

ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তারের (১৪) মৃত্যু হয়েছে। আঁখি উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আয়ুনউদ্দিনের মেয়ে। শুক্রবার ৯মে রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

সে দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। আখির চাচা জামাল হোসেন ও স্থানীয়রা জানান উপজেলার কালিকাপুর গ্রামে শুক্রবার রাত ৯টায় ঘরে টেবিলের উপর থেকে বই আনতে হাত দেয় আঁখি।


এ সময় তার ডান পায়ের আঙুলে সাপে কামড় দেয়। পাশ্ববর্তী উপজেলা কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরিবারের অভিযোগ, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক চিকিৎসা না পাওয়ায় আঁখির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

ঘাটাইলে অটোভ্যানের নিচে পড়ে শিশু নিহত

ঘাটাইলে অটোভ্যানের নিচে পড়ে শিশু নিহত

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় মোঃ পরান(৪) নামে এক শিশু অটোভ্যানের নিচে পড়ে নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার ১ নং দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরান উপজেলার পোড়াবাড়ি পূর্বপাড়া গ্রামের মাহেন্দ্রা চালক মোঃ সেলিম মিয়ার ছেলে। এ ঘটনায় অটোভ্যানের দুই যাত্রি গুরুতর আহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পোড়াবাড়ি পুর্বপাড়া গ্রামে বিকেলে কয়েকজন শিশুরা মিলে পোড়াবাড়ি টু ছোনখোলা আঞ্চলিক সড়কের পাশে বাড়ির উঠানে ফুটবল খেলতে ছিলো । খেলার এক পর্যায়ে বলটি পাকা সড়কে চলে যায়। পরান বলটি দৌড়ে আনতে যেয়ে ফেরার সময় হঠাৎ অটোভ্যানের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যায়।


এ সময় অটোভ্যানের চাকা শিশু পরানের বুকের উপর দিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় গাড়িতে থাকা দুইজন যাত্রী আহত হন। আহত যাত্রির মধ্যে শান্তানগর গ্রামের সোহরাব হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে। আরেকজন অঙ্গাত মহিলা যাত্রিকে ঘাটাইল সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।


ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

টাঙ্গাইলে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে স্ত্রী নি/হ/ত

টাঙ্গাইলে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে স্ত্রী নি/হ/ত

 টাঙ্গাইলের ঘাটাইলে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে স্ত্রী নিহত হয়েছেন গুরুত্বর আহত হয়েছেন স্বামী। 
আজ শুক্রবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবার।
নিহতের ভাতিজা ফারুক হোসেন জানান, তার চাচা আনিছুর রহমান ঘাটাইল উপজেলা সহকারি মৎস কর্মকর্তা। তার গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাঞ্জানা গ্রামে। তিনি স্ত্রী সন্তান নিয়ে বাসা ভাড়া করে পাশ্ববর্তী উপজেলা কালিহাতীতে থাকতেন। শুক্রবার সকালে কালিহাতী থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী পাপিয়াকে নিয়ে তিনি গ্রামের বাড়ি ফিরছিলেন। সকাল ৮ টার দিকে বাড়ির কাছাকাছি বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে তার স্ত্রী মোটরসাইকেলের পেছন থেকে সড়কে পড়ে যান। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আনিসুর রহমান নিজেও পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাপিয়া বেগম(৪৫)। চিকিৎসকের বরাদ দিয়ে ফারুক জানান, বর্তমানে তারা চাচা আনিছ শঙ্কামুক্ত আছেন।

ঘাটাইল থানার ইন্সপেক্টর তদন্ত সজল খান জানান, ঘটনাটি আমরা শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে পুলিশকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। 

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

ঘাটাইলে তেলবাহী ট্রাক-মাহিন্দ্রের সং*ঘ*র্ষে নি*হ*ত ২, আহত ৫

ঘাটাইলে তেলবাহী ট্রাক-মাহিন্দ্রের সং*ঘ*র্ষে নি*হ*ত ২, আহত ৫

টাঙ্গাইলের ঘাটাইলে তেলবাহী ট্রাক ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে এনজিওকর্মীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক জেলা মহাসড়কের উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম। তার বাড়ী ধনবাড়ী। সে ঘাটাইলে আশা এনজিও ম্যানেজার।

এ ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানায়, তেলবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাহিন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই ১ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

টাঙ্গাইলে মোটরসাইকেল-অটোভ্যান  স-ং-ঘ-র্ষে প্রাণ গেল দুই বন্ধুর

টাঙ্গাইলে মোটরসাইকেল-অটোভ্যান স-ং-ঘ-র্ষে প্রাণ গেল দুই বন্ধুর

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরদিঘী-ঘাটাইল সড়কের কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ইন্দিরাবাইদ গ্রামের মিন্টু মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও তার বন্ধু ওই একই গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে সোহাগ মিয়া (১৮)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সাগরদিঘী থেকে শহর গোপীনপুরে যাচ্ছিল। এ সময় কামালপুর এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। 
এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পরে যায়। এতে মোটরসাইকেলে থাকা সোহাগ ও সবুজ গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সবুজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলেও জানান তিনি

বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

ঘাটাইলে সাপ ধরতে গিয়ে সাপের কামড়েই প্রাণ হারাল অটোভ্যান চালক

ঘাটাইলে সাপ ধরতে গিয়ে সাপের কামড়েই প্রাণ হারাল অটোভ্যান চালক

 

প্রতিনিধি, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে কালাম মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মুরাইদ গ্রামে এ ঘটনা ঘটে।

কালাম কালিহাতী উপজেলার বল্লা গ্রামের সোহরাব আলীর ছেলে ও মুরাইদ গ্রামের হযরত আলীর জামাতা। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। পেশায় অটোভ্যান চালক।

জানা গেছে, বিল থেকে চায়না জাল উঠাতে গিয়ে দেখতে পায় সাপ আটকে আছে। পরে সেই সাপ ধরে ছাড়ানোর চেষ্টাকালে তাকে সাপে কামড় দিয়েছে জানায় সে। পরে সাপ নিয়ে অটোভ্যান চালিয়ে স্থানীয় এক সাপুড়ের উদ্দেশ্যে সাগরদিঘি বাজারের দিকে রওনা দেন কালাম মিয়া।

তিনি আরও জানান, তার কিছুক্ষণ পরেই জানতে পারি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায় কালাম। পরে স্থানীয় লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ধারণা, কোনো বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আ: রাজ্জাক বলেন, সকালে খবর আসে এক ব্যক্তি সাপসহ রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে স্বজন ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমেছে।

বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিক্সা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) রাতে উপজেলার ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কের শুকনি ইলিরচালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসীর নাম কাজী সোহেল রানা। সে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার কোকডোহরা ইউনিয়নের পাছচারান গ্রামের কাজী আব্দুস সালাম ছেলে। সোহেল তার পরিবার নিয়ে দীর্ঘদিন যাবত ঘাটাইল পৌরসভার ঝড়কা এলাকায় বসবাস করে আসছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোহেল বুধবার রাতে মোটরসাইকেল যোগে ঝরকায় নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে শুকনি ইলিরচালা এলাকায় পৌঁছলে একটি দ্রতগামী ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সোহেল মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার পরিবার আরও জানান, সোহেল চাকরি সূত্রে দীর্ঘদিন ধরে প্রবাসী ছিলেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

ঘাটাইলে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ নির্মাণের উদ্যোগ

ঘাটাইলে দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ নির্মাণের উদ্যোগ

টাঙ্গাইলের গোপালপুরে এশিয়া মহাদেশের সবচেয়ে বেশি ২০১ গম্বুজ মসজিদ নির্মাণের পর এবার ঘাটাইলের আনেহলা ইউনিয়নে ৩৯৯ ফিট সু-উচ্চ মিনারসহ ২৬১ গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম দেওয়া হয়েছে “বায়তুন নূর জামে মসজিদ”। 

এটি নির্মাণ করা হবে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়েকর ঘাটাইল উপজেলার সিংগুরিয়ায়। এ উপলক্ষ্যে আজ শুক্রবার (২২  সেপ্টম্বর) বিকালে প্রস্তাবিত মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলার আনেহলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- ২৬১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা হাফেজ মওলানা মো. ফজলুল রহমান। এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- তেজগাঁ শিল্পাঞ্চল আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ সাইফুল ইসলাম বাবু।

 অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন- হাফেজ মওলানা মো. হুসাইন আহমদ।

উদ্যোক্তারা জানান, প্রায় ৫ বিঘা জমির ওপরে ৩ তলা ও সু-সজ্জিত পাঁচটি মিনার বিশিষ্ট এ মসজিদটি নির্মাণ হবে। ৫টি মিনারের একটি ৩৯৯ ফিট উচ্চতায় দৃষ্টিনন্দন আধুনিক মার্বেল পাথর দ্বারা মেহেরাব, পিলার ও মেঝে নির্মিত হবে। 

একত্রে ৩০ হাজার মুসুল্লির নামাজের ব্যবস্থাসহ প্রতিটি জায়নামাজের স্থান কারুকাজ দ্বারা নির্ধারিত থাকবে। এছাড়া জেনারেটরসহ এসির ব্যবস্থা ও মসজিদে ইসলামী জ্ঞান চর্জার জন্য একটি লাইব্রেরী কক্ষ এবং মহিলাদের আলাদা নামাজ আাদায়ের ব্যবস্থা থাকবে।

২৬১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা হাফেজ মওলানা মো. ফজলুল রহমান বলেন, আমার বাবা স্বপ্নে আমাকে বলেন একটি মসজিদ নির্মাণ করার জন্য। পরে আমি পার্শ্ববর্তী গোপালপুরের পাথালিয়া গ্রামের ২০১ গম্বুজ দেখতে যাই। সেখান থেকে আমার ২৬১ গম্বুজ মসজিদ নির্মাণের ইচ্ছে হয়। 

আমি এলাকার সকল ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি। যাতে আমি আমার জীবদ্দশায় এই মসজিদটি নির্মাণ করে যেতে পারি।

বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

টাঙ্গাইলে ইউপি সদস্যের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলে ইউপি সদস্যের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় পরিচয়পত্র দেওয়ার কথা বলে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য শহিদুল ইসলামের বিরুদ্ধে।

বুধবার (৯ আগস্ট) ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ইউপি সদস্য শহীদুল ও তার সহযোগী কাজলের বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত শহিদুল ইসলাম উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

ভুক্তভোগীর মা জানান, আমার মেয়ের চাকরির জন্য জাতীয় পরিচয়পত্র প্রয়োজন। পরে জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য আমার মেয়ে ইউপি সদস্য শহিদুলের সঙ্গে ইউনিয়ন পরিষদে যায়। এ সময় ইউনিয়ন পরিষদ বন্ধ থাকায় শহিদুল আমার মেয়েকে মিথ্যা কথা বলে, তার এক বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগী জানান, শহিদুল মেম্বারের সঙ্গে আমি আমার জাতীয় পরিচয়পত্র তৈরি করার জন্য ইউনিয়ন পরিষদে গিয়ে দেখি, ইউনিয়ন পরিষদ তালা বদ্ধ। পরে শহিদুল মেম্বার আমাকে বলে তার বন্ধু জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ করে। এ সময় আমাকে নিয়ে সেই বাড়িতে যায়। এ সময় ঘরের ভেতর প্রবেশ করার পর সে দরজা বন্ধ করে দেয় এবং আমাকে ধর্ষণ করে। পরে আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দেয়। আমি একজন অসহায় মেয়ে। আমার পরিবারে মা ছাড়া আর কেউ নেই। আমি এ ঘটনার বিচার চাই।অভিযুক্ত ইউপি সদস্য শহিদুলের মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘাটাইল অফিসার ইনচার্জ (তদন্ত) সজল খান জানান, এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রী মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মঙ্গলবার, ৯ মে, ২০২৩

টাঙ্গাইলে রাইস কুকার কার্টুনের প্যাকেটে মিললো নবজাতক শিশুর লাশ

টাঙ্গাইলে রাইস কুকার কার্টুনের প্যাকেটে মিললো নবজাতক শিশুর লাশ

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:
‘বাচ্চাটা আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম’
টাঙ্গাইলের ঘাটাইলে রাইসকুকার কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) সকালে এলেঙ্গা-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড এলাকার পশ্চিম পাড়া কবরস্থান জামে মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ছাড়া নবজাতকের সঙ্গে কার্টনে লেখাযুক্ত একটি কাগজের টুকরো পাওয়া যায়। এতে লেখা ছিল, ‘দয়া করে আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম। বাচ্চাটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’ নবজাতকের সঙ্গে কার্টনে এক হাজার টাকাও ছিল। নবজাতকটি দেখতে স্থানীয় ও আশপাশের এলাকার বিভিন্ন লোকজন ভিড় করে।

এ ঘটনায় মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, ফজরের নামাজ ও সকালে মক্তব শেষে বাড়িতে ধানের কাজ করছিলাম। সে সময় খবর আসে মসজিদের দরজার পাশে একটি রাইসকুকার রাখা। রাইসকুকারের কার্টনটি দেখে কেউ কেউ ধারণা করছিল অন্যকিছু থাকতে পারে। তাই ভয়ে কেউ কার্টনটি খুলতে সাহস পাচ্ছিল না।

তিনি আরও বলেন, পরে মসজিদে এসে দেখি সামনের দরজার পাশে কার্টন। পরে মসজিদ কমিটির লোকজনদের সঙ্গে নিয়ে কার্টনটি খুলে দেখি ফুটফুটে এক মৃত নবজাতক ও সঙ্গে লেখা যুক্ত এক টুকরো কাগজ রয়েছে। এ বিষয়টি জানাজানি হলে নবজাতকটি দেখতে ভিড় করেন স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দিলে তারা নবজাতকটি উদ্ধার করে।

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কার্টনসহ নবজাতকটির মরদেহ উদ্ধার ও সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়। নবজাতকটির ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে

বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

টাঙ্গাইলে লাশ সামনে রেখে বিচারের দাবিতে সড়ক অবরোধ

টাঙ্গাইলে লাশ সামনে রেখে বিচারের দাবিতে সড়ক অবরোধ

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কহিনুর মিয়ার (৪৫) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল ৮ মার্চ, বুধবার সন্ধ্যায় উপজেলার ধলাপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত কহিনুর মিয়া উপজেলার ধলাপাড়া ইউনিয়নের উত্তর ধলাপাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে।

৯ মার্চ, বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ সামনে রেখে বিচারেরর দাবিতে ধলাপাড়া সড়ক অবরোধ করে রাখে স্থানীয়য়রা। পরে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো,মাইনুল হক বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। নিহতের ছেলে জুয়েল রানা জানান,ধলাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ববিন হায়দার চৌধুরী সাদির ছোট ভাই ইতালি প্রবাসি সামী চৌধুরীর সঙ্গে তার বাবা কহিনুর মিঞার দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

বুধবার সন্ধ্যায় ধলাপাড়া ইউনিয়নের উত্তর ধলাপাড়া গ্রামের বায়োজিত,তারা মিঞা ও ইসমাইল হোসেন সামী চৌধুরীর নির্দেশে কহিনুরকে ডেকে বায়োজিতের বাড়িতে নিয়ে যায়। সেখানে স্বামী চৌধুরীসহ তাদের সাথে কহিনুরের কথাকাটাকাটি হয়। একপর্যায় স্বামীসহ সকলেই কহিনুরকে মধ্যেযুগীয় কায়দায় মারধর করেন। কহিনুর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ধলাপাড়া বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান।

তার অবস্থা আশঙ্কাজনক মনে করে ওই পল্লী চিকিৎসক ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। পরে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার জানান,জমিসংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের আঘাতে কহিনুর নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে ঘাটাইল থানায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

টাঙ্গাইলের ঘাটাইল  পুরাতন ব্যটারী  জ্বালিয়ে অবৈধ সিসা তৈরির কারখানা!

টাঙ্গাইলের ঘাটাইল পুরাতন ব্যটারী জ্বালিয়ে অবৈধ সিসা তৈরির কারখানা!

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী ৪ কিলোমিটার লেখা মাইলফলক সংলগ্ন ভূঞা বাড়ী আম বাগানে গাইবান্ধা জেলার হাবিবুর রহমান নামের এক ব্যক্তি স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানা  চালিয়ে আসছে বহুদিন ধরে। এই সিসা কারখানার দুষিত ধোঁয়ায় এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান এই সিসা তৈরির কারখানায় প্রতিদিন রাত্রি ৯টাঘ হইতে ভোর ৫টা  পর্যন্ত পুরাতন ব্যাটারীর প্লেট কয়লার আগুনে তরল পদার্থ বানিয়ে সিসা তৈরি করে, তখন দুষিত ধোঁয়ায় তিন চার কিলোমিটার এলাকা জুরে যায়।

আশেপাশের গ্রামের বাড়ির ভিতরে থাকা লোকজনের চোখ মুখ জ্বালা করে ও প্রচুর এসিডের গন্ধ ছড়ায়। 

আশেপাশের এলাকায় বসবাসরত পরিবারের ছোট শিশুরা প্রতিনিয়ত বিভিন্ন অসুখে অসুস্থ হয়ে পড়ছে। 

এতোকিছুর পড়েও স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কারখানা চলায় আমরা প্রাণভয়ে কেউ মুখ দিয়ে কিছু বলার সাহস পাইনা। 

এলাকায় বসবাসরত লোকজন আরও জানান স্থানীয় কিছু নেতৃস্থানীয় লোকজনকে ম্যনেজ করে এরা এই অবৈধ সিসা তৈরির কারখানা চালাচ্ছে। 

এলাকাবাসী এই অবৈধ সিসা তৈরির কারখানা বন্ধ করতে টাঙ্গাইল জেলা প্রশাসক,ঘাটাইল উপজেলা প্রশাসন জেলা পরিবেশ অধিদপ্তরসহ আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছেন।

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

টাঙ্গাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন বন্ধুর মৃত্যু

টাঙ্গাইলে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন বন্ধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে তিন বন্ধুর প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টা ২০ মিনিটের দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বন্ধু হলেন- মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়াগ্রাম এলাকার শহীদ হোসেনের ছেলে সোনামিয়া ও অস্টোচল্লিশা এলাকার আলমগীর হোসেন।পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ওই তিন বন্ধু মোটরসাইকেলে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। 

পথিমধ্যে মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

ঘাটাইলে প্রাথমিক শিক্ষক নেতাদের বিরুদ্ধে সমিতির প্রায় ৭২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ।

ঘাটাইলে প্রাথমিক শিক্ষক নেতাদের বিরুদ্ধে সমিতির প্রায় ৭২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ।

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক শিক্ষক নেতাদের বিরুদ্ধে শিক্ষক সমিতির প্রায় ৭২লক্ষ টাকা অপচয় ও আত্মসাতের অভিযোগ তুলেছেন উপজেলার প্রাথমিক শিক্ষকবৃন্দ। 
৫ ফেব্রুয়ারি, রবিবার দুপুর ২টার দিকে ঘাটাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে উপজেলার আন্দোলনরত সাধারণ শিক্ষকদের পক্ষে উপস্থিত ছিলেন অর্চনা পাল, হুমায়ুন কবির, আ. মালেক, আ. রহমান, আয়নাল হক, শাহাদাত হোসেন কামাল, অনুপ আচার্য, আশরাফুল ইসলাম সুজন, আবুবকর সিদ্দিক, দিলোয়ারা বেগম, নজরুল ইসলাম ও গোলাম মোস্তফাসহ কথিত কমিটি থেকে পদত্যাগকৃত শিক্ষক আনোয়ার হোসেন সেলিম ও রশিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে চতিলা শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা পাল লিখিত বক্তব্য পাঠ কালে বলেন, 'ঘাটাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বর্তমান অবৈধ এডহক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্নসাৎ এর বিরুদ্ধে আমরা সাধারণ শিক্ষকগণ বিগত ১৭/০৭/২০২২ইং তারিখে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করি। অভিযোগের প্রতিকার না পেয়ে ০৪/০৮/২০২২ইং তারিখ সমিতির ভবনের সামনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষকের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণের মাধ্যমে মানববন্ধন করি। যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচারিত হয়। 

চলমান আন্দোলনের অংশ হিসেবে গত ২০/০১/২০২৩ইং তারিখে আন্দোলনরত শিক্ষকদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ০৫/০২/২০২৩ইং তারিখ রোজঃ রবিবার বেলা ১০.০০ ঘটিকায় সমিতির ভবনে এক শান্তিপূর্ণ 'শিক্ষক সমাবেশ' আহ্বান করি। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ এর সম্মানিত সভাপতি মোঃ শহিদুল ইসলাম লেবু মহোদয়সহ ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। 

কিন্তু বর্তমান অবৈধ এডহক কমিটির সভাপতি এমরান হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাধারণ শিক্ষকদের শান্তিপূর্ণ শিক্ষক সমাবেশকে পন্ড করার জন্য মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের আন্দোলনকারী ৪ জন শিক্ষকের নামে থানায় জিডি করেন। যার প্রেক্ষিতে প্রশাসনের বাধায় আমরা আমাদের দাবি আদায়ের অধিকার থেকে বঞ্চিত হই।
আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনকারী শিক্ষক ভাইদেরসহ সকলকে জানাতে চাই ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের আজকের কর্মসূচি বন্ধ করলেও দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। 

প্রসঙ্গত বলতে চাই, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর রাত ৮.০০ দিকে এমরান ও নাজমুল হোসেন এর নেতৃত্বে কয়েকজন শিক্ষক ও বহিরাগত কিছু লোকজন নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের চেয়ারে বসে এমরান নিজেকে সভাপতি ও নাজমুল হোসেন নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করে। তারা পূর্বের কমিটির নিকট থেকে কোন দায়িত্বভার বুঝে না নিয়ে স্বেচ্ছাচাতিার মাধ্যমে সমিতি পরিচালনা করে আসছে। বিগত সময়ে তারা সমিতির প্রায় ৭২,০০,০০০(বাহাত্তর লক্ষ) টাকা বিভিন্নভাবে অপচয় ও আত্মসাৎ করেছেন।'

এ বিষয়ে উপজেলার সাধারণ শিক্ষকদের সঙ্গে কথা বলে জানাযায়, ঘাটাইল উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি মার্কেট থেকে সমিতির বিপুল পরিমাণ অর্থ আয় হয়। কোনো নিয়মের তোয়াক্কা না করে নামে-বেনামে বিভিন্ন বিল ভাউচার ব্যবহার করে সমিতির বিতর্কিত কমিটির নেতা নামধারী অভিযুক্ত শিক্ষকরা নিজেদের দাম্ভিকতা দেখিয়ে শিক্ষক সমিতির টাকায় ভোগ বিলাস করছেন। ইতিপূর্বে এ বিষয়ে কেউ এককভাবে সাহস করে মুখ না খুললেও এখন সকল সাধারণ শিক্ষক একজোট হয়ে আন্দোলন শুরু করেছেন।

অভিযুক্ত নেতাদের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ বলেন, 'ঘাটাইল উপজেলায় আমাদের অনুমোদিত কোন কমিটি নেই। অবৈধভাবে সমিতির নাম ভাঙিয়ে নেতা নামধারী কোন অসাধু শিক্ষক যদি অর্থ আত্মসাতসহ কোন প্রকার দূর্নীতি বা অনিয়মের সাথে যুক্ত থাকে তার দায়ভার তাকেই বহন করতে হবে। দুর্নীতিবাজ শিক্ষকদের অপকর্মের দায়ভার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বহন করবে না।'

মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের জামিন হওয়ায় আনন্দ মিছিল

ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের জামিন হওয়ায় আনন্দ মিছিল

আহমেদ সাজু( সখীপুর) টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার জামিন হওয়ায় আনন্দ মিছিল করেছে তার কর্মী সমর্থক ও এলাকাবাসী।

ঘাটাইলের সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ বিক্ষোভ ও মানববন্ধন ও পাল্টা মানববন্ধন কর্মসূচি পালন বেশ আলোচিত চেয়ারম্যান হিসেবে পরিচিতি পান।

উল্লেখ্য,২০১৮ সালের ২৯মার্চ(বৃহস্পতিবার) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনের আগের রাতে গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে ঐ গ্রামের নেছার আলী ছেলে যুবদল নেতা মালেক মিয়া  মারা যান।নিহত মালেক মিয়ার পরিবারের দায়েরকৃত মামলায় (১জানুয়ারি)টাঙ্গাইল থেকে সি আই ডি হেকমত সিকদারকে গ্রেপ্তার করে।

দীর্ঘদিন কারাভোগের পর (২৩জানুয়ারি) জামিনে মুক্ত হয়ে তার কর্মী -সমর্থকদের সাথে  দেখা করেন।

এ খবর তার নির্বাচিত এলাকাসহ ঘাটাইল উপজেলার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ করা হয়। 

আজ( ২৪জানুয়ারি)বিকেল ২টার দিকে হেকমত সিকদারের নেতৃত্বে হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে আনন্দ মিছিল বের করে।এসময় মিছিল  নিয়ে সাগরদিঘী চৌরাস্তা অতিক্রম করে তেলের পাম্প এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তৃতা করেন লক্ষ্মীন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান। 


তিনি বলেন, আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করি না।আমরা জনগণের জন্য রাজনীতি করি। আরও উপস্থিত ছিলেন আবুছাইদ রুবেল, ঘাটাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র লিটন সরকার। সমাবেশে হেকমত সিকদারের  সংক্ষিপ্ত ভাষণের সময় তার কর্মী- সমর্থক তাকে জড়িয়ে ফুলেল শুভেচছা বিনিময় করে।তিনি বলেন, আমি সাধারণ ঘরের ছেলে,সাধারণ মানুষের  দুঃখ-দূর্দশা লাগব করাই আামার কাজ।আমি এতো মানুষের ভালোবাসায় উচ্ছ্বসিত। আমি আমার নির্বাচিত এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞ।আমি তাদের কাছে ঋণী। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান আগামীতে মানুষের কল্যাণে তাকে পাশে রাখার।

মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাহাত, সম্পাদক সন্ধি

ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাহাত, সম্পাদক সন্ধি

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার প্রথমিক শিক্ষক সমিতির অফিসে সকলের সর্বসম্মতিক্রমে সাধারণ সভায় কমিটির গঠন অনুষ্ঠিত হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য় বারের মতো সভাপতি পদে রাহাতুজ্জামান সরকার এবং সাধারণ সম্পাদক পদে রাফসান সাইফ সন্ধি নির্বাচিত হয়েছেন।
একাধিক প্রার্থী থাকায় নির্বাচনের মাধ্যমে সিনিয়র সহ-সভাপতি পদে নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (১ নং) পদে মোঃ আশিক, এবং সাংগঠনিক সম্পাদক পদে মমিন তালুকদার নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে নজরুল ও ইয়ামিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোস্তফা ও মোশাররফ, অর্থ সম্পাদক পদে সম্রাট আকবর, দপ্তর সম্পাদক পদে আশরাফুল ইসলাম আরিফ, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ বিপ্লব হোসেন, প্রচার সম্পাদক পদে রুবেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোঃ জুবায়ের, এবং ক্রিড়া সম্পাদক পদে সৈয়দ মিঠুন নির্বাচিত হয়েছে।

এ বিষয়ে ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাফসান সাইফ সন্ধি বলেন, ১২ ফেব্রুয়ারী সংগঠনের ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। ১৩ তারিখ থেকে নবনির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

টাঙ্গাইলে স্ত্রীর অত্যাচার সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

টাঙ্গাইলে স্ত্রীর অত্যাচার সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

স্ত্রীর অত্যাচার সইতে না পেরে টাঙ্গাইলের ঘাটাইলে শামছুল হক (৬৫) নামে এক বৃদ্ধ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ি (দানিবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। শামছুল হক ওই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, বৃদ্ধ শামছুল হক তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বিজলঙ্গী গ্রামের মিন্টু মিয়ার মেয়ে মিনা খাতুনকে বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী মিনা খাতুনের দম্পতি জীবনে শামছুল হকের দুই ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। সংসার জীবনে তাদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। হয়তো স্ত্রী অত্যাচার সহ্য করতে না পেরে সে বিষ খেয়ে করে আত্মহত্যা করে থাকতে পারে।

এ ব্যাপারে ঘাটাইল উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইগত বিষয় প্রক্রিয়াধীন।

রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

ঘাটাইলের আলোচিত ইউ/পি চেয়ারম্যান  গ্রেপ্তার।

ঘাটাইলের আলোচিত ইউ/পি চেয়ারম্যান গ্রেপ্তার।

আহমেদ সাজু ,টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার(১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সিআইডি’র একটি দল তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে নানা অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ-মানববন্ধন ও পাল্টা বিক্ষোভ-মানববন্ধনের কারণে তিনি আলোচিত ইউপি চেয়ারম্যান হিসেবে পরিচিতি পান।

২০১৮ সালের ২৯ মার্চ(বৃহস্পতিবার) অনুষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগের রাতে সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে গুপ্ত বৃন্দাবন গ্রামের নেছার আলীর ছেলে যুবদল নেতা মালেক মিয়া নিহত হন। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এ বিষয়ে ঘাটাইল থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। পরে নিহত যুবদল নেতা মালেক মিয়ার পরিবারের দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে আসামি করা হয়। মামলাটি একাধিক তদন্তকারী সংস্থা তদন্তের পর সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

টাঙ্গাইল সিআইডি’র পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান আকন্দ জানান, তারা সরেজমিনে ঘটনার পূর্বাপর তদন্ত শেষে রোববার দুপুরে টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে হেকমত সিকদারকে গ্রেপ্তারের পর ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহাম্মেদ জানান, সিআইডি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে উপস্থাপন করে। আদালত আগামি সোমবার(২ জানুয়ারি) রিমান্ড শুনানীর তারিখ নির্ধারণ করে হেকমত সিকদারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রকাশ, ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বদলি করার হুমকি, কর্মসৃজন প্রকল্পের অতিদরিদ্রদের টাকা আত্মসাৎ, বন বিভাগের জমি দখল করে লেবু ও কলা বাগান, ড্রাগন বাগান তৈরি করা, সংরক্ষিত বনের শাল ও গজারির বাগান কাটা, সরকারি ভূমি দখল করার অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এছাড়া তিনি সাগরদীঘি এলাকার অ্যাডভোকেট ফরহাদ হত্যা মামলার এজাহারভূক্ত আসামি।এদিকে এলাকায় হেকমত সিকদারের আটকের খবরে বিভিন্ন মহলে মিষ্টি বিতরণ চলছে।
ঘাটাইলের আলোচিত ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার কারাগারে

ঘাটাইলের আলোচিত ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার কারাগারে

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার(১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সিআইডি’র একটি দল তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।


জানাগেছে, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে নানা অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ-মানববন্ধন ও পাল্টা বিক্ষোভ-মানববন্ধনের কারণে তিনি আলোচিত ইউপি চেয়ারম্যান হিসেবে পরিচিতি পান।


২০১৮ সালের ২৯ মার্চ(বৃহস্পতিবার) অনুষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগের রাতে সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে গুপ্ত বৃন্দাবন গ্রামের নেছার আলীর ছেলে যুবদল নেতা মালেক মিয়া নিহত হন। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।


এ বিষয়ে ঘাটাইল থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। পরে নিহত যুবদল নেতা মালেক মিয়ার পরিবারের দায়েরকৃত মামলায় ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে আসামি করা হয়। মামলাটি একাধিক তদন্তকারী সংস্থা তদন্তের পর সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।


টাঙ্গাইল সিআইডি’র পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান আকন্দ জানান, তারা সরেজমিনে ঘটনার পূর্বাপর তদন্ত শেষে রোববার দুপুরে টাঙ্গাইল শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে হেকমত সিকদারকে গ্রেপ্তারের পর ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।


টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানবীর আহাম্মেদ জানান, সিআইডি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে উপস্থাপন করে। আদালত আগামি সোমবার(২ জানুয়ারি) রিমান্ড শুনানীর তারিখ নির্ধারণ করে হেকমত সিকদারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


প্রকাশ, ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বদলি করার হুমকি, কর্মসৃজন প্রকল্পের অতিদরিদ্রদের টাকা আত্মসাৎ, বন বিভাগের জমি দখল করে লেবু ও কলা বাগান, ড্রাগন বাগান তৈরি করা, সংরক্ষিত বনের শাল ও গজারির বাগান কাটা, সরকারি ভূমি দখল করার এন্তার অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এছাড়া তিনি সাগরদীঘি এলাকার অ্যাডভোকেট ফরহাদ হত্যা মামলার এজাহারভূক্ত আসামি।