INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে গরুর সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

টাঙ্গাইলে গরুর সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলে যাওয়ার সময় গরুর সঙ্গে ধাক্কা লেগে সিয়াম হোসেন বিদ্যুৎ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে বাসাইল-পাথরঘাটা সড়কের কাঞ্চনপুর ইউনিয়নের কাঠালতলী এলাকায় ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর পশ্চিমপাড়া এলাকার শাহজাহানের ছেলে। স্থানীয়রা জানান, সিয়াম মোটরসাইকেলযোগে বাসাইল থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে একটি গরুর সঙ্গে লেগে পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জাকারিয়া বলেন, গুরুত্বর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন তথ্যটি নিশ্চিত করে বলেন, একটি গরুর ধাক্কায় সড়কে মোটরসাইকেল আরোহী পড়ে গিয়ে নিহত হন। ঘটনাটি দুঃখজনক।