INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

টাঙ্গাইলে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

টাঙ্গাইলের কালিহাতীতে গলায় ফাঁস দিয়ে রাশেদ (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত কিশোরের রাশেদ গোহালিয়াবাড়ী পশ্চিমপাড়া গ্রামের শাহীন মন্ডলের ছেলে।

পরিবারের সবার অগোচরে ঘরের দরজা বন্ধ করে ঘরের ধন্নার সঙ্গে গলায় ফাঁস দেয় । পরে পরিবারের লোকজন তাকে খোঁজ করে এক পর্যায়ে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তবে কি কারণে রাশেদ আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি।

কালিহাতী থানার এসআই ইমাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ ও ইউপি সদস্য নুরুল ইসলামের উপস্থিতিতে সাড়ে ৮ টায় পরিবারের কাজ থেকে লিখিত রেখে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।