বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

সরকারি শামসুল হক কলেজে নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান সমীর,টাঙ্গাইল প্রতিনিধি :  টাঙ্গাইলের এলেঙ্গায় সরকারি শামসুল হক কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (০১ ফেব্রুয়ারী) কলেজ প্রাঙ্গনে কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।

প্রধান আলোচক ছিলেন সরকারি শামসুল হক কলেজের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।
আলোচক ছিলেন এলেঙ্গা পৌর মেয়র মোহাম্মদ নুর এ আলম সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন সরকারি শামসুল হক কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শরিফুল ইসলাম তালুকদার, শামসুল হক এর বড় মেয়ে যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শাহীন ফাতেমা দিল ও নাসার বিজ্ঞানী ড. ফাতেমা দিল ভার্টিলেক।

শামসুল হকের জন্মদিন উপলক্ষে স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে মাল্যদান, আলোচনা শেষে নবীনদের বরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সম্পাদনা

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership