INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সরকারি শামসুল হক কলেজে নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সরকারি শামসুল হক কলেজে নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান সমীর,টাঙ্গাইল প্রতিনিধি :  টাঙ্গাইলের এলেঙ্গায় সরকারি শামসুল হক কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (০১ ফেব্রুয়ারী) কলেজ প্রাঙ্গনে কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান।

প্রধান আলোচক ছিলেন সরকারি শামসুল হক কলেজের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা।
আলোচক ছিলেন এলেঙ্গা পৌর মেয়র মোহাম্মদ নুর এ আলম সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন সরকারি শামসুল হক কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শরিফুল ইসলাম তালুকদার, শামসুল হক এর বড় মেয়ে যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শাহীন ফাতেমা দিল ও নাসার বিজ্ঞানী ড. ফাতেমা দিল ভার্টিলেক।

শামসুল হকের জন্মদিন উপলক্ষে স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে মাল্যদান, আলোচনা শেষে নবীনদের বরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সম্পাদনা