বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

সখীপুরে সর্বোচ্চ বৈদেশিক রেমিটেন্স গ্রহীতার পুরস্কার পেল মিজানুর

খাঁন আহম্মেদ হৃদয় পাশা 
সখীপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ, বড়চওনা বাজার শাখার পক্ষ থেকে ২০২২ ইং সালের সর্বোচ্চ বৈদেশিক রেমিটেন্স গ্রহীতার পুরষ্কার গ্রহন করেন মিজানুর রহমান।
জানা যায়,উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৩নং ওয়ার্ড চকচকিয়া শ্রীপুরের মৃত ফজল মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমান।

এসময়,পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন (জাতীয় শিক্ষা পদক- ২০২২ প্রাপ্ত) ,সমাজ কর্মী,ছোট চওনা ঢনঢনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বড়চওনা বাজারের বিশিষ্ট ব্যাসায়ী,মেসার্স নাবিলা পোল্ট্রি ফিড এন্ড মেডিসিন কর্ণার এর প্রোপাইটর মোঃ নাজমুল হুদা মাস্টার।

এছাড়াও শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ এবং বড়চওনা বাজার শাখার সম্মানিত ব্যবস্থাপক ও কর্মচারী, কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership