INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ফেরদৌস(২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

০২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের দামিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস গাইবান্ধা জেলার সাধুল্লাপুর উপজেলার আলিনগর গ্রামের রিপন মিয়ার ছেলে। তিনি সখীপুরে তার ফুপার সঙ্গে রাজমিস্ত্রীর কাজ করতেন।

জানা যায়, ফেরদৌস স্থানীয় হেকমত আলীর নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন। এ সময় ভবনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সখীপুর প্রতিনিধি
০১৫১৮-৩০১২৮৯
০২-০২-২০২৩