শনিবার(২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অবিভক্ত কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল সখীপুরের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল প্রমুখ।
বক্তব্য শেষে মোঃ আমিনুল ইসলামকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Social Footer