বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

কালিহাতীতে সন্ত্রাসীদের হাতে সাংবাদিক আহত।

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক নেহাল খান কে রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল গতিরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। তারডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। 
তাকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার রাত আনুমানিক ১০ টায় বেতডোবা রেজিস্ট্রি অফিস সংলগ্ন রাস্তায় সাংবাদিক নেহাল এ উপর এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা সাংবাদিকের টাকা পয়সা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয় বলে জানিয়েছে সাংবাদিক নেহাল। এই ঘটনায় হাসপাতালে দেখতে যান কালিহাতি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন , কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি তারেক আহমেদ, সাংবাদিক সাইদুর রহমান সমীর, স্বপন সিদ্দিকী, মিজানুর রহমান শামীম, নাহিদ খান, দেবাশীষ কর্মকার, মোঃ সুমন, লিটন আহমেদ, সহ আরো অন্যান্য সাংবাদিকবৃন্দ। এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে আহত সাংবাদিক নেহাল জানিয়েছেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership