সেপ্টেম্বর-২০২৫ মাসের টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সখীপুর থানার আবুল কালাম ভূইয়া। সোমবার সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরষ্কার ও ক্রেস্ট তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, পেশাগত দায়িত্ব পালন, এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, লুণ্ঠিত ও চোরাই মাল উদ্ধারসহ শারদীয় দুর্গাপূজার মতো বড় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
ওসি আবুল কালাম ভূইয়া বলেন, থানায় কর্মরত সকলের সার্বিক সহযোগিতায় এ শ্রেষ্ঠত্ব। ভবিষ্যতে সকলের সহযোগিতায় এই উপজেলার আইন-শৃঙ্খলাকে আরো সুন্দর রাখতে চাই।
