বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

কালিহাতীতে পাট বোঝাই ট্রাকে আগুন! লাখ টাকার ক্ষতি

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে ইলেকট্রিক তার ঠেকে পাট বোঝাই একটি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । 

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছে ৮ লাখ টাকার পাটসহ গাড়িটি। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রাকের ড্রাইভার মো.পলাশ বলেন, বুধবার দুপুরে হামিদপুর থেকে ট্রাকে পাট বোঝাই করে এলেঙ্গার দিকে যাচ্ছিলাম। রওনার সময় ট্রাকের উপরে ইলেকট্রিক তার ঠেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নেভায়। ততক্ষণে এক লাখ টাকার পাট পুড়ে যায়। 

কালিহাতী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ লিডার মনিরুজ্জামান জানান, একটি পাট বোঝাই ট্রাকে ইলেকট্রিক তার ঠেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ করি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership