শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

সখীপুরে দুই স্কুলছাত্রী নিখোঁজ !

(নিজস্ব প্রতিবেদক): টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া গ্রামের মীম ও ঝুমা নামের দুই শিশুকে আজ দুপুর থেকে পাওয়া যাচ্ছে না। তারা একই এলাকার কৃষক কামরুল ও বাবুল মিয়ার মেয়ে।

পরিবারসূত্রে জানা যায়, আজ শনিবার হতেয়া পশ্চিম পাড়া নিজ বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে খেলতে বের হয় তারা। কিন্তু রাত হয়ে গেলেও তারা এখনো বাড়ি ফেরেনি। মীম ও ঝুমা হতেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায়, এলাকার মানুষের চোখে মুখের আতঙ্কের ছাপ।

এ ঘটনায় কেরানী পাড়া গ্রামের আব্দুস সালাম বলেন, সখীপুরে গুম, খুন বেড়েই চলেছে। নিখোঁজের পরেই মিলছে তাদের লাশ। এ অবস্থায় আমরা দুশ্চিন্তায় দিন পার করছি। প্রশাসনের সুদৃষ্টি না এলে সখীপুর একদিন নরকে পরিণত হবে।

হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন খান জানান, ঘটনা জানতে পেরেই আমরা এলাকায় মাইকিং করে দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি পুকুর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চলছে।

তবে এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন সাধারণ ডায়েরী করেনি নিখোঁজ শিশুর পরিবার।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership