INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সখীপুরে "দানবীর" শেখ হায়েত আলী সরকারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সখীপুরে "দানবীর" শেখ হায়েত আলী সরকারের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, সখীপুরের সদর উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা, সখীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সখীপুর পি.এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর – প্রতিষ্ঠাতা ও জমিদাতা “দানবীর শেখ হায়েত আলী সরকার” এর- ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

আজ ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) এ উপলক্ষে কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে সকালে কবর জিয়ারতে সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল , পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, 
সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক, সিনিয়র শিক্ষক ফজলুল হক সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকামন্ডলী, সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেন, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল রাজ্জাক বিএসসি, সরকারী মুজিব কলেজের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক ও বিভাগীয় প্রধান অধ্যাপক দেলোয়ার শিকদার, মরহুম শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক, পরিবারের পক্ষে মরহুমের বড় ছেলে আবদুল বারেক মিয়া এবং মরহুম শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি ও মরহুমের কনিষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, নাতি জাকির হোসেন রাজু ও নাতি শিক্ষানবিশ আইনজীবী শেখ হাসনাত 'সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।