বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মুনিয়া মুক্তি (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার গজারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। 

গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সখীপুর-বাসাইল সড়কের বাসুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনিয়া সরকারি সা'দত কলেজের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, বুধবার মুনিয়া জরুরি কাজে বাড়িতে এসে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে কলেজের আবাসিক হলে ফিরছিলেন। বাসাইল উপজেলার বাসুলিয়া পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাঁদের ধাক্কা দেয়। এ সময় মুনিয়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত মুনিয়ার চাচাতো ভাই আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুনিয়াকে সখীপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership