বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

সখীপুরে উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রার্থীতা ঘোষণা করলেন রফিক-ই-রাসেল

আজ বুধবার বিকেলে সখীপুর প্রেসক্লাবে নিজেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করলেন রফিক-ই-রাসেল। তিনি বর্তমানে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং এর আগেও একাধিকবার তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি উপজেলা ছাত্র লীগেরও একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে বক্তব্যে তুলে ধরেন।

এসময় তাঁর সহধর্মিণী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং সখীপুরে প্রতিষ্ঠিত শুভেচ্ছা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা.শাহনাজ বেগম নাজ উপস্থিত ছিলেন।

রফিক-ই-রাসেল উপজেলায় বিভিন্ন ধরনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে নানামুখী বক্তব্য রাখেন। তিনি এসময় ৪০ বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত আছেন উল্লেখ করে আরও বলেন, বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী শেখ হাসিনার আদর্শ থেকে কোনো দিন আলাদা হয়নি।

দলমত নির্বিশেষে উপজেলার সকল মানুষ তাঁকে চিনে এবং যেই নির্বাচনে আসুক তাঁকে ভোট দিবেন বলে বিশ্বাস করেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership