বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

কোরবানির গরুর আঘাতে অটোচালকের মৃত্যু

কুমিল্লার দেবিদ্বারে কোরবানির গরুর আঘাতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঈদের দিন সকাল ৭টার দিকে উপজেলার মুগসাইর গ্রামে এই ঘটনা ঘটে।

কোরবানির গরুর আঘাতে মৃত মনু মিয়া (৫০) পেশায় একজন অটোচালক ছিলেন।

মৃতের চাচাতো ভাই হানিফ মিয়া বলেন, কোরবানির গরু কিনে পাশের এলাকার একটি বাড়িতে রেখেছিলাম।সকালে আমি আর বড় ভাই মনু মিয়া গরুটি আনতে যাই। গরুটি নিয়ে আসার পথে তাকে আঘাত করে। এ সময় তিনি মাটিতে পড়ে যান। 

পরে বাড়িতে আসলে গরুটি আবার তাকে আঘাত করে।এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে মারা যান তিনি।

প্রতিবেশীরা জানান, মনু মিয়া শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিলেন। কোরবানির উদ্দেশ্যে ৭১ হাজার টাকা দিয়ে একটি গরু কেনেন তিনি।মৃত মনু মিয়ার এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রয়েছেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, এমন ঘটনা শুনেছি। তবে বিস্তারিত পরে জানাতে পারব।  

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership