
সখীপুর
সখীপুরে জিতাশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে জিতাশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১মার্চ) সকাল ৯ টা হতে এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের বিএসসি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ০১ নং কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল।
এসময় অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ সেলিম মাহমুদ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক মেম্বার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জিতাশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, সহকারী শিক্ষিকা মাহমুূদা আক্তার, সেলিনা আক্তার, রোকেয়া আক্তার, শাহানাজ আক্তার ও সহকারী শিক্ষক মোঃ খোকনসহ শিক্ষার্থী, অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ বিভিন্ন ইউনিটির রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।