শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

টাঙ্গাইলে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

অদ্য শনিবার সকালে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যেগে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি।

যুগান্তরের স্টাফ রিপোর্টার ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

শেষে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership