
ঘাটাইল উপজেলার সংগ্রামপুর, সন্ধানপুর, রসুলপুর, লক্ষ্মিন্দর, ধলাপাড়া ও কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২ টা ৩০ মিনিটে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে।
শপথ বাক্য পাঠ করান- জনাব জসিম উদ্দীন হায়দায় (জেলা প্রসাশক ও জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল)
সভাপতিত্ব করেন- শামীম আরা রিনি ( উপপরিচালক, স্হানীয় সরকার, টাঙ্গাইল)
গত ২৯ ডিসেম্বর, ২০২২, বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ঘাটাইল উপজেলার
১২নং সংগ্রামপুর ইউনিয়নে ( স্বতন্ত্র) ঘোড়া প্রতীকে মো: গিয়াস উদ্দিন বাবু,
৯নং সন্ধানপুর ইউনিয়নে (নৌকা) প্রতীকে মো: বেলায়েত হোসেন বেলাল,
১০নং রসুলপুর ইউনিয়নে (নৌকা) প্রতীকে কাজী মাহবুব-উল-হক মাছুদ,
১১নং ধলাপাড়া ইউনিয়নে (নৌকা) প্রতীকে শফিকুল ইসলাম,
১৩নং লক্ষিন্দর ইউনিয়নে (নৌকা) প্রতীকে মো: সাইদুর রহমান ও
কালিহাতী উপজেলার ৫নং বাংড়া ইউনিয়নে (নৌকা) প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম জয়লাভ করেন।