বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

কালিয়া ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইল সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের ২৭টি প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঘোনারচালা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যপি এ আয়োজন করা হয়।
সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. শাহিনুর ইসলামের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। মাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের সঞ্চালয়নায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান। 

এছাড়াও ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. কাদের মর্ত্তুজা, সহকারি প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সখীপুর উপজেলা শাখার সভাপতি জাহানার খানসহ ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, প্রতিযোগীবৃন্দ, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরুষ্কার তুলে দেন। দক্ষিণ ঘোনাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বোচ্চ ১১টি পুরুষ্কার লাভ করে। 

সখীপুর প্রতিনিধি
০৯/০২/২৩

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership