বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

সখীপুরে বনের ভেতর থেকে লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নাসিমা খাতুন (৬৫) বয়সের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মহানন্দপুর এলাকায় আকাশমনি গাছের বাগানের ভেতরে একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

সে ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বাড়ির পাশে একটি বনের ভেতর আম গাছে এক মহিলার লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকার লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দীর্ঘদিনের অসুস্থতা ও পারিবারিক কলহের কারণেই আত্মহত্যা করেছে বলে পরিবার জানায়।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership