INFO Breaking
Live
wb_sunny

Breaking News

প্রিয়বন্ধু মেসিকে অভিনন্দন জানালেন নেইমার

প্রিয়বন্ধু মেসিকে অভিনন্দন জানালেন নেইমার

সময়ের সেরা দল নিয়ে এসেও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাত্রা শেষ হয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। 

সেদিন ক্রোয়েশিয়া কাছে হেরে কেঁদেছেন নেইমার। আজ তার চোখে হয়তো আনন্দ অশ্রু দেখা দিয়েছে। কারণ তার প্রিয় বন্ধু লিওনেল মেসি জিতেছে বিশ্বকাপ!

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এসে শিরোপা তুলে ধরলেন মেসি। এক কিংবদন্তির বিশ্বকাপযাত্রা শেষ হলো রাজকীয়ভাবে। ফাইনালে করলেন জোড়া গোল। জিতে নিলেন গোল্ডেন বলের পুরস্কার। 
এমন সময়ে মেসিকে অভিনন্দন না জানিয়ে পারেন নেইমার? তাই সোশ্যাল অ্যাকাউন্টে স্পেনিশ ভাষায় যা লিখেছেন তার বাংলা মানে দাঁড়ায়- 'অভিনন্দন ভাই'।