INFO Breaking
Live
wb_sunny

Breaking News

রিচার্লিসনের বাইসাইকেল কিকের গোলটিই বিশ্বকাপ সেরা

রিচার্লিসনের বাইসাইকেল কিকের গোলটিই বিশ্বকাপ সেরা

এবারের বিশ্বকাপ শুরুর আগেও মূল একাদশে রিচার্লিসনের জায়গা নিয়ে সন্দেহ ছিল অনেকেরই। তবে সমালোচকদের মুখ বন্ধ করতে মাত্র এক ম্যাচই সময় নিয়েছিলেন ২৫ বছর বয়সী এ তারকা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে দলকে জিতিয়েছেন টটেনহ্যামের এই স্ট্রাইকার।

এখানেই শেষ নয়, পুরো বিশ্বকাপেই দলের আক্রমণভাগে অন্যতম ভরসা হয়ে ছিলেন রিচার্লিসন। দুর্ভাগ্যজনকভাবে রিচার দল ব্রাজিল কোয়ার্টারে বাদ পড়লেও বেশ আলোটা ঠিকই নিজের করে নিতে পেরেছেন তরুণ এ ফুটবলার। এবার তার জন্য থাকছে আরও সুখবর। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে তার করা গোলটা টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছে।

মাত্র কয়েকদিন আগে শেষ হল বিশ্বকাপ। শিরোপার মুকুট গেছে আর্জেন্টিনার হাতে। টুর্নামেন্ট চলাকালেই ফিফা নিয়ম করেছিল সেরা গোল নির্বাচিত হবে দর্শকের ভোটে। 

এবার সেই ভোটের ভিত্তিতেই সেরা হল রিচার্লিসনের গোল। শুক্রবার ফিফার বিশ্বকাপ কেন্দ্রিক অফিশিয়াল পেইজে পোস্ট করে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি