এ দেশে কোটি ভক্ত রয়েছে রোনালদোর। সেই রোনালদো বাংলাদেশকে চেনেন কি না সে প্রশ্ন ভক্তদের মনে উঁকি দিয়ে যাবে স্বাভাবিক। কেননা কিছুদিন আগতেও মেসির আর্জেন্টিনা চিনেছে বাংলাদেশকে, কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশের সমর্থনকে।
শুধু তাই নয় কাতার বিশ্বকাপের বদৌলতে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস হচ্ছেযাইহোক, রোনালদো ভক্তদের জন্য সু খবর যে তাদের প্রিয় খেলোয়াড় বাংলাদেশি ভক্তদের সালাম জানিয়েছেন। এক ভিডিওবার্তায় বাংলাদেশকে সালাম জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিতাভ দেবনাথ নামের এক ব্যক্তি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে রোনালদো বলছেন, 'আসসালামু আলাইকুম বাংলাদেশ।'
সেই ভিডিওটিতে একজন বাংলাদেশি ব্যক্তিকে দেখা যায়, ধারণা করা হচ্ছে রোনালদোর বর্তমান ক্লাব আল নাসেরের সঙ্গে বাংলাদেশি ব্যক্তি কোনোভাবে সম্পৃক্ত।
Social Footer