
লিওনেল মেসির শততম আন্তর্জাতিক গোলের দিনে আর্জেন্টিনা খেলল দানবীয় ফুটবল। তাদের বিপক্ষে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারল না কুরাসাও।
দুই দলের শক্তির পার্থক্য স্পষ্ট হয়ে ফুটে উঠল মাঠের লড়াইয়ে। প্রথমার্ধেই হ্যাটট্রিক করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বড় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন মেসি।
বুধবার বাংলাদেশ সময় সকালে ঘরের মাঠে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।