
ঘাটাইল
টাঙ্গাইলের ঘাটাইল পুরাতন ব্যটারী জ্বালিয়ে অবৈধ সিসা তৈরির কারখানা!
সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী ৪ কিলোমিটার লেখা মাইলফলক সংলগ্ন ভূঞা বাড়ী আম বাগানে গাইবান্ধা জেলার হাবিবুর রহমান নামের এক ব্যক্তি স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানা চালিয়ে আসছে বহুদিন ধরে। এই সিসা কারখানার দুষিত ধোঁয়ায় এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান এই সিসা তৈরির কারখানায় প্রতিদিন রাত্রি ৯টাঘ হইতে ভোর ৫টা পর্যন্ত পুরাতন ব্যাটারীর প্লেট কয়লার আগুনে তরল পদার্থ বানিয়ে সিসা তৈরি করে, তখন দুষিত ধোঁয়ায় তিন চার কিলোমিটার এলাকা জুরে যায়।
আশেপাশের গ্রামের বাড়ির ভিতরে থাকা লোকজনের চোখ মুখ জ্বালা করে ও প্রচুর এসিডের গন্ধ ছড়ায়।
আশেপাশের এলাকায় বসবাসরত পরিবারের ছোট শিশুরা প্রতিনিয়ত বিভিন্ন অসুখে অসুস্থ হয়ে পড়ছে।
এতোকিছুর পড়েও স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কারখানা চলায় আমরা প্রাণভয়ে কেউ মুখ দিয়ে কিছু বলার সাহস পাইনা।
এলাকায় বসবাসরত লোকজন আরও জানান স্থানীয় কিছু নেতৃস্থানীয় লোকজনকে ম্যনেজ করে এরা এই অবৈধ সিসা তৈরির কারখানা চালাচ্ছে।
এলাকাবাসী এই অবৈধ সিসা তৈরির কারখানা বন্ধ করতে টাঙ্গাইল জেলা প্রশাসক,ঘাটাইল উপজেলা প্রশাসন জেলা পরিবেশ অধিদপ্তরসহ আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছেন।