INFO Breaking
Live
wb_sunny

Breaking News

টাঙ্গাইলের গোপালপুরে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

টাঙ্গাইলের গোপালপুরে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে উপজেলার মাইজবাড়ী পূর্বপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাখুরিয়া বাড়ী গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন (৩৫), আ. সোবহানের ছেলে মো. আলম মিয়া (৩৫), জোত বাগল গ্রামের মৃত শামসুল আলমের ছেলে আয়নাল হক (৩২), মৃত আবুল হোসেনের ছেলে মো. তারা মিয়া (৫৫), মাইজবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত মোনছব আলীর ছেলে মো. মোজাম্মেল হক (৪৫) ও পলাশিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. আরিফ মিয়া (২৬)।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, সোমবার সন্ধ্যায় থানার এসআই সাজেদুল ইসলাম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটির করার সময় সোমবার সন্ধ্যায় খবর পান মাইজবাড়ী পূর্বপাড়া গ্রামের ইয়াকুব আলীর বাঁশ বাগানে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলছে।

পরে তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।