বুধবার, ১২ অক্টোবর, ২০২২

গোপালপুরে ইউপি নির্বাচনে নৌকা ও আনারস প্রতীকে দুই তালুকদার বিজয়ী

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে স্থগিতকৃত হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে রিটার্নিং অফিসার নাজমা সুলতানা এ দুটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, হেমনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে আনিছুর রহমান তালুকদার হীরা ৬,১৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বী মাসুদ খান নাছির স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী) টেবিল ফ্যান প্রতিকে ৫,১৯৯ ভোট পেয়েছেন।

ঝাওয়াইল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার চেয়ারম্যান পদে আনারস প্রতিকে ৮,৪৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের আয়শা আক্তার শিখা পেয়েছেন ৭,৯০৬ ভোট।

উল্লেখ্য, সীমানা সংক্রান্ত জটিলতা মামলার কারণে উপজেলার এ দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ছিল।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.