বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ২নং ওয়ার্ডে সখীপুর সরকারি কলেজের পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাড়ির মালিক নূরুল ইসলাম সাত মাস আগে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের আমছের আলীর ছেলে ইমন ও আমিনুলের কাছ থেকে জমি ক্রয় করেন। পরে সেখানে বাড়িঘর নির্মাণ করে তিনি সপরিবারে প্রবাসে চলে যান।
কিন্তু কিছুদিন ধরে ইমন ও আমিনুল ওই জমিটি নিজেদের দাবি করে আসছিলেন। অভিযোগে আরও বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ইমন, আমিনুল ও অজ্ঞাত আরও ১০–১২ জন লোকজন নিয়ে অতর্কিতভাবে ওই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তারা ভেতরের আসবাবপত্রও নিয়ে যায়। প্রবাসী নূরুল ইসলাম বলেন, বসতভিটা ভাঙচুর ও লুটপাট করায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তিনি ন্যায় বিচার প্রত্যাশা করেন।
বাড়ি ভাঙচুরের বিষয়ে অভিযুক্ত ইমন জানান, ঘটনাটি দুই পক্ষের মধ্যে মীমাংসার প্রক্রিয়াধীন রয়েছে। এর চাইতে বেশি কিছু বলতে চাননি তিনি।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।