বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি :টাংগাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সাবেক মেয়র আলী আকবর জব্বারের সভাপতিত্বে 
প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধা দলের সহ সভাপতি বীর মুক্তিযুদ্ধা আব্দুল হালিম মিয়া,ড্যাব নেতা অধ্যাপক ডক্টর শাহ আলম তালুকদার,বিআরডিবির সাবেক চেয়ারম্যান জনাব শুকুর মাহমুদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক আওয়াল মিয়া। 
 ৩ই সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় কালিহাতী বাসস্ট্যান্ড প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে কালিহাতী উপজেলা বিএনপি, কালিহাতী পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
আয়োজকরা জানান, শহীদ জিয়ার আদর্শ উজ্জীবিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  অবদানকে স্মরণ করে প্রতি বছরই এ ধরনের কর্মসূচি পালন করা হয়। এবারও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে। 
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership