ভাঙ্গুরা পৌর সদরের মসজিদপাড়া গ্রামের দুই যুবক— মো. মারুফ (২০), পিতা মৃত আকছেদ আলী এবং মো. জিসান (১৯), পিতা মো. রাসেল রানা—সেসময় প্রকাশ্যে অবৈধ মাদকদ্রব্য সেবন করছিলেন।
সেই সময় স্থানীয় শিক্ষার্থী মো. আকরাম উল্লাহ নিশাদ (১৮) তাদের মাদক সেবন থেকে বিরত থাকতে অনুরোধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথমে তারা গালিগালাজ শুরু করে এবং পরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও কাঠের বাটাম দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এমনকি খুন করার হুমকি দিয়েও স্থান ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত শিক্ষার্থীকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, মাদক সেবন থেকে বিরত থাকতে বলায় এ হামলা চালানো হয়েছে। তারা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ভাঙ্গুড়া থানার এক কর্মকর্তা জানান, “ঘটনার বিষয়ে একটি জিডি গ্রহণ করা হয়েছে।
তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে ঘটনাটি এলাকায় সচেতন মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল বলেন, “মাদক আজ সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এর বিরুদ্ধে প্রতিবাদ করায় একজন শিক্ষার্থীকে মারধর করা অত্যন্ত উদ্বেগজনক।”
তারা আরও বলেন, “যুবকরা যদি প্রকাশ্যে মাদক সেবন করে এবং প্রতিবাদ করলে হামলা চালায়, তবে এটি সমাজের জন্য ভয়াবহ সংকেত। প্রশাসনের উচিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া।”