টাঙ্গাইল নিউজ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চায়না বাদে রিসোর্টে অনুষ্ঠিত হলো Shakil's Kitchen-এর বার্ষিক মিলনমেলা—Annual Picnic 2025। এ আয়োজনে অংশ নেন রেস্টুরেন্টটির সখীপুর, মির্জাপুর ও মধুপুর শাখার কর্মীরা। দিনব্যাপী এ অনুষ্ঠান পরিণত হয় আনন্দ, টিমওয়ার্ক আর পারিবারিক বন্ধনের এক উৎসবে।
Shakil's Kitchen-এর যাত্রা শুরু হয় ২০২০ সালে মিরপুর থেকে। এরপর ২০২১ সালে সখীপুর, ২০২৪ সালে মির্জাপুর এবং ২০২৫ সালে মধুপুরে নতুন শাখা চালু হয়। প্রায় অর্ধযুগ ধরে খাবার ও হোম ডেলিভারি সার্ভিস দিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করেছে। বিশেষ করে সখীপুর, মির্জাপুর ও মধুপুরের মানুষের ভালোবাসা ও আস্থাই Shakil's Kitchen-এর সাফল্যের মূল চালিকাশক্তি।
Annual Picnic 2025-এ কর্মীদের অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন Shakil's Kitchen-এর প্রতিষ্ঠাতা ও সিইও জনাব জাকির আহমেদ। তিনি বলেন, “গ্রাহক ও টিমের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই অগ্রযাত্রা সম্ভব হতো না। আগামী দিনগুলোতেও আমরা মানসম্মত খাবার, দ্রুত হোম ডেলিভারি ও আন্তরিক সেবার মাধ্যমে পাশে থাকব।”
Shakil's Kitchen-এর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় গ্রাহকদের আস্থা ও টিমওয়ার্ককে সঙ্গে নিয়েই তারা সামনের দিনগুলোতে আরও নতুন উদ্ভাবনী সেবা ও মানসম্মত খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবে।