রবিবার, ১৩ জুলাই, ২০২৫

কালিহাতীতে ১৫'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলো সেনাবাহিনী

সাইদুর রহমান সমীর 
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি  :
কালিহাতী উপজেলায় বাগুটিয়ায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকালে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে  প্রাঙ্গনে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ধরনের প্রায় দেড় হাজার রোগীকে এই সেবা দেওয়া হয়।  
ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্পে  বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনী, শিশু ও চর্ম রোগে আক্রান্ত ১ হাজার ৫০০ জনকে চিকিৎসা প্রদান।  পাশাপাশি চক্ষু রোগীদের মাঝে ১৫০টি চশমা বিতরণ করা হয় এবং ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership