সোমবার, ১৪ জুলাই, ২০২৫

কালিহাতীতে দু সন্তানের জননীর রহস্য জনক মৃ'ত্যু

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি : টাংগাইলের কালিহাতি উপজেলায় নয়াবাড়ী উওর পাড়া মেইন রোড সংলগ্ন জাহিদের স্ত্রী দু সন্তানের জননী সাবানা(২৪) এর ঘর হতে জলন্ত লা'শ পাওয়া গিয়েছে, ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, গ্রামের বিভিন্ন লোকজন ও নি' হত সাবানার বাবা-মা,ভাই -বোন জানান স্বামী জাহিদের বাবা-মা আত্বীয় স্বজন আমার মেয়েকে বেধম মারধোর করে গভীর  রাতের এক সময় মৃ'ত্যু নিশ্চিত হলে স্বামীর পরিবারের সবাই মিলে লা'শটি ঘরের ধর্নায় ঝুলিয়ে রাখে।পরে স্হসনীয় মেম্বার পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করে টাংগাইলে, এলাকার লোকজন ও গন্যমান্য ব্যক্তিবর্গরা আলোচনা করার সময় তাদের কাছ থেকে  জানা যায় সাবানার মৃ'তদেহে অজস্র আঘাতের চিহ্ন পাওয়া যায় তাতে করে মনে হচ্ছে তাকে মেরে ধর্নায় ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজাচ্ছে স্বামী জাহিদের পরিবার। এ ব্যাপার কালিহাতি থানার এসআই সুকান্ত জানান আমি এসে লাশটি মেঝেতে পড়ে থাকতে দেখি পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করেছি।নিহতের পরিবার এ ব্যাপারে থানায় মামলা করতে গিয়েছে মামলা প্রক্রিয়াধীন।এ ব্যাপারে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি  হয়েছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership