রবিবার, ২০ জুলাই, ২০২৫

মাহিম ইসলাম মাহাদির আকিকা অনুষ্ঠানে সম্পূর্ণ

সাইদুর রহমান সমীর, টাংগাইল প্রতিনিধি : টাংগাইলের কালিহাতী উপজেলার ধল্লাই গ্রামের মাওলানা আবু তাহেরেরব পুত্র ফারুকের সন্তান এবং মাওলানা আবু তাহেরের নাতি মাহিম ইসলাম মাহাদির আকিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিএনপির ড্যাব নেতা অধ্যাপক ডাঃ শাহ আলম তালুকদার, কালিহাতী ৪ আসেনর মনোনয়ন প্রত্যাশীর সফরসঙ্গী হিসেবে সাথে ছিলেন কালিহাতী সাবেক বিএনপি নেতা কৃষিবিদ এসএম খালিদ নাগবাড়ী ইউনিয়ন পরিষদের সভাপতি আশরাফ,কালিহাতী উপজেলার যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ খান,উপজেলা ছাত্র দলের সাবেক সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল পেশাজীবি সুশীল সমাজ।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership