নিহত রুবেল সখীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোয়াজ্জেম হোসেন দুলালের ছেলে।
পুলিশ জানায়, রুবেল গতকাল রাত সাড়ে ৮ টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলা রোডের মনির উদ্দিন প্লাজার একটি দোকানের সামনে এসে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এসময় ওই দোকানের মালিক থানা পুলিশে খবর দেন। পরে সখীপুর থানা পুলিশের টহল টিম তাকে থানা হেফাজতে নিয়ে যায়।
পুলিশ আরো জানায়, থানা হেফাজতে নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে টাঙ্গাইলে রেফার্ড করা হয় এবং সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে রুবেলকে আটক করে থানায় নিয়ে আসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।