দীর্ঘদিন ধরেই মৌলিক গান নিয়ে কাজ করে যাচ্ছেন সময়ের উদীয়মান গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রানা বাপ্পী। ইতোমধ্যে দেশের জনপ্রিয় শিল্পীরা রানার লেখা গান গেয়েছেন। এবার এতে শামিল হয়েছেন এ সময়ের তারকা কণ্ঠশিল্পী শিমুল হাসান।
আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটায়
‘জংলি পাখি’ শিরোনামের গানটি শ্রোতা-দর্শকদের জন্যে ইউটিউবে প্রকাশ করা হবে। ‘জংলি পাখি’ গানটির কথা লিখেছেন রানা বাপ্পী, সুর ও কণ্ঠ দিয়েছেন শিমুল হাসান। আজ রোববার বিকেলে গানের লেখক রানা বাপ্পী এ খবর নিশ্চিত করেছেন।
তিনি আর জানান, সবকিছু ঠিক থাকলে রোববার রাত সাড়ে সাতটায় ‘‘শিমুল হাসান বাউল’’ ইউটিউব চ্যানেলে গানটির শুভমুক্তি হবে।
এর আগেও রানা বাপ্পীর লেখা জঙ্গলের পাখি, মানুষ এমনও হয়, ভালোবাসতে বাসতে মরে যাবো, সোনা পাখি, বাইরে সাজিস ভালাসহ বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে।
‘জংলি পাখি’ গানের গীতিকার রানা বাপ্পী বলেন, আশা করছি ‘জংলি পাখি’ শিরোনামের গানটি শ্রোতাদের মন জয় করবে। এ ছাড়া জনপ্রিয় কণ্ঠশিল্পী শিমুল হাসানের কণ্ঠে গানটিতে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। অনেক প্রকাশিত মৌলিক গান আছে। আমার লেখা বেশকিছু মৌলিক রয়েছে, কিন্তু ‘জংলি পাখি’ গানটির কথার গভীরতা ও সুরের মূর্ছনা শ্রোতা-দর্শককে অবশ্যই মুগ্ধ করবে।