বুধবার, ১৬ জুলাই, ২০২৫

সখীপুর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহবায়ক রুবেল, সদস্য সচিব আজমল


সখীপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মো. সরকার রুবেলকে আহবায়ক ও মো. আজমল হোসেনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটির অনুমোদন করেছে জেলা কমিটি।

টাঙ্গাইল জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মো. জুবায়ের আহমেদ রিপন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুকী'র সোমবার (১৪ জুলাই) স্বাক্ষরিত ওই কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মো. আশরাফাত হোসেন আসিফ, যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মো. জাহিদুল ইসলাম, মনির হোসাইন ও রাসেল।

অন্যান্যদের মধ্যে মো. সৌরভ, মো. তন্ময় হাসান জিহাদ, আশেক মাহমুদ, সিফাত আহমেদ ও মো. সিরাজ শিকদারকে ওই মিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছে।

নবগঠিত ওই কমিটির আহ্বায়ক মো. সরকার রুবেল বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণা ও লালন করি। তার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন ক্রীড়াবিদ ছিলেন। আমিও খেলাধুলার সথে ছোটবেলা থেকেই আছি। ক্রীড়াঙ্গনের মাধ্যমে সখীপুরকে এগিয়ে নিতে আপনাদের সকলের সহযোগিতায় চাই।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership