টাঙ্গাইলের সখীপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে ৩৫ জনকে জনপ্রতি ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) এবং চতুর্থ ধাপের ২০ জনকে জন প্রতি ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা হারে সর্বমোট ৫৫ জন রোগীকে সাতাশ লক্ষ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা পেয়েছেন।
তিনি আরো জানান, EFT (Electronic Funds Transfer) পদ্ধতিতে এই টাকা ইতিমধ্যে উপকারভোগীদের নিজ নিজ একাউন্টে পৌঁছে গেছে। যা দিয়ে গরীব, দুস্থ ও অসহায়রা প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
আর্থিক সহায়তার চেক পেয়ে কয়েকজন রোগী জানান, তারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। চিকিৎসা করাতে ইতোমধ্যে বহু টাকা ব্যয় করেছেন। অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এখন এই টাকায় চিকিৎসা করতে পারবেন।