মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বজ্রপাতে দ্বিখণ্ডিত কলেজের গাছ, দেখতে উৎসুক মানুষের ভিড়

বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনিগাছ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গাছটি দেখার জন্য কলেজে ভিড় করছেন উৎসুক মানুষ।আজ মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে পদার্থবিজ্ঞান বিভাগের সামনের গাছে বজ্রপাতের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেখার জন্য কলেজে ভিড় করছেন উৎসুক মানুষ।

এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, ‘আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতেরও শব্দ শোনা যাচ্ছিল। আমরা পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনিগাছ ওপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি জানাজানি হলে অনেকেই দেখতে আসছেন। কেউবা ক্যামেরাবন্দী করছেন।’প্রত্যক্ষদর্শী এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম বলেন, ‘হালকা বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। আমাদের চোখের সামনেই মেহগনি গাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার সবাই নিরাপদ স্থানে চলে যাই। আমার সাথে আমার বন্ধু আলামিন ছিল।’

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক মো. আবদুল আউয়াল মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি। যেহেতু গাছটি দ্বিখণ্ডিত হয়েছে। আমরা দ্রুত গাছটিকে অপসারণ করার ব্যবস্থা করব।’ বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership