মঙ্গলবার, ৬ মে, ২০২৫

কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সাথে আরও দুই বন্ধু।

মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার টাঙ্গাইল-রামপুর সড়কের কাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত রাব্বি উপজেলার রামপুর এলাকার সরোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মন্টু মিয়ার ছেলে ইফাত (২০) এবং ইমান আলীর ছেলে জাহিদ (১৫)।


স্থানীয়রা জানান- মোটরসাইকেল আরোহী রাব্বি, ইফাদ ও জাহিদ মোটরসাইকেলযোগে রামপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজীবাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে তারা আহত হন।এরপর স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন এবং আহত ইফাদ ও জাহিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


এ ঘটনায় কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে কাজীপাড়া এলাকায় একজনের মৃত্যু হয় এবং অপর আহত দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Author:

TangailNews24 Advertisement Partnership